Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Saturday, 3 May 2025

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত


 

বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। 
ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।
এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত। 
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান।
মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি  বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন— উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।

Friday, 2 May 2025

মুমতাজকে হাজারবার বিয়ের প্রস্তাব


 

অভিনেত্রী মুমতাজকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। তা–ও একবার নয়, হাজারবার। সম্প্রতি মুমতাজের প্রতি যশ চোপড়ার আগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।যশ চোপড়ার ভাই বিআর চোপড়া প্রযোজিত ‘আদমি অউর ইনসান’ ও ‘হামরাজ’ দুটি সিনেমায় অভিনয় করেন মুমতাজ। অভিনেত্রী জানান, সেই সময়ে তাঁর বাড়িতে আসতেন যশ। তাঁকে বিয়ে করতে বলতেন।



যশ চোপড়ার সঙ্গে কাজ করতেন তাঁর ভাই বিআর চোপড়া। সেই সুবাদে মুমতাজের বাড়িতে যাতায়াত ছিল যশের। বাড়িতে এলেই বিয়ের প্রস্তাব দিতেন তিনি।
তবে যশের প্রতি কখনই আগ্রহ তৈরি হয়নি বলে জানান অভিনেত্রী। ২০১২ সালে নিজের সবশেষ সিনেমা ‘যব তক হ্যায় জান’ মুক্তির ঠিক আগে মারা যান যশ চোপড়া।

পরিচালককে নিয়ে মুমতাজ কথা বলেছেন সাংবাদিক ভিকি লাওয়ানির সঙ্গে। মুমতাজ বলেন, ‘একবার নয়, এক হাজারবারের বেশি আমাকে প্রস্তাব দিয়েছে। তবে তাঁর প্রতি আমার আগ্রহ তৈরি হয়নি। কীভাবে তাঁকে বিয়ে করব। হতে পারে হাজারবার বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাড়িয়ে বলছি।
তবে এটা নিশ্চিত তিনি বহুবার আমাকে বলেছেন, ‘মতো (মুমতাজকে এ নামেই ডাকতেন যশ), আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করো।” আমি অনেকের সঙ্গেই মিশেছি, তবে সবার সঙ্গে তো আর ব্যক্তিজীবনে রোমান্টিক রসায়ন তৈরি হয় না। তাঁর সঙ্গেও যেমন কখনোই হয়নি।’
যশ চোপড়াকে নির্মাতা ও প্রযোজক হিসেবে পছন্দ করতেন বলেও জানান মুমতাজ। তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে আর কিছু ছিল না বলেও জানান অভিনেত্রী। ‘মানুষ হিসেবে তিনি ছিলেন দারুণ। সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। তাঁর চলে যাওয়ার খবর শুনে আমি কেঁদেছিলাম। তখন আমি ছিলাম লন্ডনে। তিনি মৃত্যুর আগে আমাকে ফোন করে তাঁর নতুন সিনেমা দেখতে বলেন। প্রতিজ্ঞা করতে বলেন, ছবি দেখতে। আমি “হ্যাঁ” বলি। এর কিছুদিন পরেই তিনি চলে যান।’, বলেন মুমতাজ।

Saturday, 26 April 2025

বিয়ে করে মজায় আছেন শিরিন শিলা


 গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বলা বাহুল্য, বিয়ের পর থেকেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি। 

তবে নিজেদের প্রেমজীবন নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন এই তারকা যুগল। ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা। অভিনেত্রীর কথায়, আমাদের পরিচয় হয়েছে আমাদের একটি বান্ধবীর মাধ্যমে। আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল, ও (সাজিল) তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড।

শিরিন শিলা বলেন, ‘আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত, আমাকে একদিন নিয়ে যায়। গিয়ে দেখলাম ও বসা। তো এরপর থেকে পরিচয়, হাই হ্যালো কথা বলা। প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত।’

নিজেদের খুনসুটি নিয়েও কথা বলেন নায়িকা। বলেন, ‘প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত। আমার হাজবেন্ডের সমস্যা হলো, ও খোঁচা মেরে মেরে কথা বলত। ওর আরেকটা বাজে অভ্যাস, ও খুব মানুষকে পচায়। আমিও অভ্যস্ত হয়ে গেছি। আগে যখন পচাইত, বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না। এখন শ্বশুর-শ্বাশুড়ির কাছে বিচার দেই।’











বিয়ের পরে নিজেদের পরিবর্তন নিয়ে শিরিন শিলা বলেন, ‘পরিবর্তন একটাই, আগে চুরি করে প্রেম করতাম, আর এখন সবাই জানে, আমরা দুজন হাজবেন্ড-ওয়াইফ, এখন কোথাও গেলে লুকাতে হয় না।’

কথা প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে উঠে আসে, বিয়ের পরের জীবন কেমন? উত্তরে নায়িকা বলেন, ‘খুবই মজা।’


Wednesday, 23 April 2025

অভিনেতা হওয়া কতটা কঠিন ছিল মনোজের জন্য?


 বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীর অভিনয় ইন্ডাস্ট্রিতে পা রাখা খুব সহজ ছিল না। ভারতের বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম মনোজের। অভিনয়ে আসার জন্য বাবার কাছে একটা সময় মিথ্যা বলতে হয়েছিল তাকে। 

ছোটবেলা থেকেই মনোজের স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। একটা সময় প্রচুর পরিশ্রমও করেছেন তিনি। এমনকি বাড়িতে মিথ্যাও বলতে হয়েছে তাকে। ‘দ্য অনুপম খের শো’-তে একবার অভিনেতা বলেছিলেন, তার বাবা পেশায় কৃষক। তবে বাবা চাননি ছেলে অভিনেতা হোক। ডাক্তার হওয়ার জন্য তাকে দিনরাত উৎসাহিত করতেন।

অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় মনোজের বাবার। তাই তিনি তার ছেলের মাধ্যমেই সমস্ত স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। যে কারণে তিনি সাত বছর বয়সে মনোজকে হোস্টেলে পাঠিয়েছিলেন। এত অল্প বয়সে বাড়ি থেকে দূরে থাকার বিষয়টা মন থেকে মেনে নিতে পারেনি অভিনেতা।
হোস্টেলে পাঠানোর বিষয়ে তার পরিবারের সদস্যদের কাছেও অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি অনেক ছোট ছিলাম তখন। বড় ছেলেমেয়েরা আমাকে ভীষণ ভাবে বিরক্ত করতেন।’ তবে অভিনেতা হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল বলেও জানিয়েছিলেন মনোজ। দিল্লিতে পা রাখার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। 
ক্লাস টুয়েলভ পাস করার পর তিনি তার বাবা-মাকে জানান, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লি যাচ্ছেন। বাবা-মাকে সত্যিটা বললে তাকে দিল্লি যেতে দিতেন না। তাই তাকে মিথ্যা বলতে হয়েছিল। অভিনেতা তার বাবাকে বলেছিলেন, ‘আমি ডাক্তার হতে পারব না, কিন্তু আমি আইএএস হতে পারি। এবং এর জন্য প্রস্তুতি নিতে দিল্লি যেতে চাই।’ 
মনোজের আগ্রহ দেখে পরিবারের সদস্যরাও রাজি হয়ে যান তাকে দিল্লি পাঠাতে। কয়েক বছর পর, মনোজ তার বাবাকে একটি চিঠি লিখে জানান, তিনি অভিনেতা হওয়ার জন্য দিল্লিতে এসেছেন। সত্যিটা জানার পর মনোজের বাবা প্রথমে অবাক হলেও, তেমন রাগ করেননি। বরং, মজার ভঙ্গিতে তিনি বলেছিলেন, ‘মনোজ, আমি তো তোমার বাবা। আমি জানি যে তুমি দিল্লিতে অভিনেতা হতে গিয়েছ। আইএএস অফিসার হতে নয়।’

Tuesday, 15 April 2025

সেরা নির্মাতার খোঁজ, পুরস্কার ৫ লাখ টাকা


 তরুণ নির্মাতারা সিনেমার চিত্রনাট্য ও প্রস্তাবনা জমা দিয়ে পেতে পারেন লাখ টাকা জেতার সুযোগ। এ সুযোগ করে দিচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব নামে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্মটি তরুণদের কাছ থেকে সিনেমার পরিকল্পনা ও চিত্রনাট্য নিয়ে একটি প্রকল্পের পরিকল্পনা করেছে। যেখানে চিত্রনাট্য জমা দিয়ে সেরা হিসেবে নির্বাচিত হতে পারলে নির্মাতা পাবেন পাঁচ লাখ টাকা। খবর বিডিনিউজের।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেনআগামী বছরে অনুষ্ঠিত হতে চলা ১০ থেকে ১৮ জানুয়ারি২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। প্রথমবারের মতো এই ল্যাবে এশিয়ার সব দেশের তরুণ নির্মাতারা নিজেদের কাজ জমা দিতে পারবেন। যে কেউ চিত্রনাট্য জমা দিয়ে এই ল্যাবে অংশ নিতে পারবেন।

মুজতবা বলেনতরুণ নির্মাতাদের জন্য এ আয়োজন করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে উৎসবের অফিশিয়াল সাইটে গিয়ে যে কেউ অনলাইনে চিত্রনাট্য জমা দিতে পারবেন। নির্মাতা ও প্রযোজকদের জমা দেওয়া চিত্রনাট্য থেকে প্রাথমিকভাবে ১০টি গল্প বাছাই করা হবে। সেই গল্পগুলো বিচারক প্যানেলের কাছে তুলে ধরা হবে। এর মধ্য থেকে চূড়ান্ত পুরস্কার পাবে তিনটি চিত্রনাট্য। প্রথম স্থান অর্জন করা চিত্রনাট্যকার পাবে পাঁচ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী চিত্রনাট্যকার পাবেন তিন ও দুই লাখ টাকা।সিনেমা নির্মাণের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে গল্পসংক্ষেপপরিচালকের কথাসিনেমা বানানোর কলাকৌশলের বিস্তারিত ও পরিচালকের বিস্তারিত পরিচয়। নির্মাতাদের সর্বনিম্ন ৭০ মিনিট ব্যাপ্তির সিনেমার চিত্রনাট্য জমা দিতে হবে বলে জানিয়েছেন মুজতবা জামাল।

পাকিস্তানের কোক স্টুডিওর শিল্পী আইমা আসছেন ঢাকায়


 বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। খবর বিডিনিউজের। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেনশুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে গান শোনাবেন আইমা। সম্রাট বলেনআমরা সবসময় এক্সক্লুসিভ শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টির মত শো করেছি। এবারের আয়োজনটা আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের জন্য। পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ সিনেমায় গান করে খ্যাতি পান আইমা। এরপর তিনি গান করেছেন কোক স্টুডিও পাকিস্তানের তিন মৌসুমে। সেখানেও তার গানগুলো জনপ্রিয়তা পায়। আইমার কনসার্টের দিন ‘মেলোডি আনলিশড’ নামের কনসার্টে অংশ নেওয়া কথা রয়েছে পাকিস্তানের আরেক শিল্পী মুস্তাফা জাহিদের। দেশের কনসার্টে গেল বছর থেকেই পাকিস্তানি শিল্পীদের আনাগোনা বেড়েছে। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে আলী আজমত লাইভ ইন ঢাকা কনসার্টে গাইবেন জুনুনের শিল্পী আলী আজমত। এরইমধ্যে ঢাকা ‘মাতিয়ে গেছে’ পাকিস্তানের ব্যান্ড জালআতিফ আসলাম ও কাভিশ।

Monday, 14 April 2025

মডেল মেঘনা আলম কারাগারে


 ঢাকা মহানগর পুলিশ (ডিএমপিজানিয়েছেগুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। এ নিয়ে মেঘনা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপিমিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন। তিনি বলেনমেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এমন অভিযোগ পেলে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

তালেবুর রহমানের দাবিমেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়। তার আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। বৃহস্পতিবার জননিরাপত্তারাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদেশে বলা হয়১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়। প্রসঙ্গত২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।

Sunday, 29 December 2024

ফিরে দেখা ২০২৪ হলিউডে সবচেয়ে বেশি আয় করল কোন সিনেমা


 সবেধন নীলমণি বলতে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, মোটাদাগে ২০২৪ সালও ছিল সুপারহিরো সিনেমার জন্য দুঃস্বপ্নের বছর। ‘ম্যাডাম ওয়েব’, ‘জোকার ২’, ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-এর মতো সিনেমা
গুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কয়েক বছর ধরেই বক্স অফিসে সুপারহিরো সিনেমা সেভাবে চলছে না।



চলতি বছরও প্রমাণিত হলো, নতুন আইডিয়া আর বুদ্ধিদীপ্ত নির্মাণ না হলে চর্বিত চর্বণ দিয়ে দর্শককে আর ফেরানো যাবে না। কেবল সুপারহিরো নয়, ব্যবসার নিরিখে হলিউডের জন্য বছরটা সেভাবে ভালো যায়নি।
গ্রীষ্মে মুক্তি পাওয়া বেশির ভাগ বড় বাজেটের সিনেমাই হতাশ করেছে। উদাহরণ হিসেবে ‘হরাইজন: অ্যান আমেরিকান সাগা-চ্যাপ্টার ১’, ‘হেলবয়: দ্য ক্রুকড ম্যান’, ‘দ্য ফল গাই’, ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমাগুলোর কথা বলা যায়।তবে হলিউডের মান বাঁচিয়েছে বলা যায় অ্যানিমেশন, বছরের বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট ২’, ‘মোয়ানা ২’, ‘ডেসপিকেবল মি ৪’-এর মতো সিনেমাগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভালো আয় করেছে।

বাণিজ্যিক সিনেমার বাইরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। এর মধ্যে শুরুতেই উল্লেখ করতে হবে ‘আনোরা’র কথা। কান উৎসবে স্বর্ণপাম জিতে আলোচনায় আসে শন বেকারের সিনেমাটি। কান উৎসবে বেশির ভাগ সময়ই সেরা সিনেমার পুরস্কার জেতে ইউরোপীয় সিনেমা, যুক্তরাষ্ট্রে পুরস্কারটি এসেছে ১৩ বছর পর। এক যৌনকর্মীর গল্প নিয়ে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন মাইকি ম্যাডিসন।২৫ বছর বয়সী এই অভিনেত্রী বছরের অন্যতম বড় প্রাপ্তি। এ ছাড়া শিল্পমান বিচারে সমালোচকদের পছন্দের তালিকায় ছিল কোরেলি ফারজার ‘দ্য সাবস্ট্যান্স’, স্টিভ ম্যাককুইনের ‘ব্লিটজ’, লুকা গুদানিনোর চ্যালেঞ্জার্স, জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’, রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর ২’, হ্যালিনা রেজিনের ‘বেবিগার্ল’,  ইয়োর্গস লান্থিমোসের ‘কাইন্ডস অব কাইন্ডনেস’, অ্যালেক্স গারল্যান্ডের ‘সিভিল ওয়ার’, পেড্রো আলমোডোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’, ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’, এডওয়ার্ড বার্গারের ‘কনক্লেভ’, ক্রিস স্যান্ডার্সের ‘দ্য ওয়াইল্ড রোবট’, জিয়া কপোলার ‘দ্য লাস্ট শোগার্ল’।


সর্বোচ্চ আয়ের ১০ হলিউড সিনেমা
‘ইনসাইড আউট ২’
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’
‘উইকেড’
‘মোয়ানা ২’
‘ডেসপিকেবল মি ৪’
‘বিটলজুস বিটলজুস’
‘ডিউন ২’
‘টুইস্টারস’
‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’
‘কুংফু পান্ডা

১ নম্বরে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, যে ১০ নাটক সবচেয়ে বেশি দেখেছেন দর্শক

 নাটকের জন্য বছরের শুরুটা শুভ হলেও শেষটা ভালো ছিল না। বছরের মাঝামাঝি জুলাই অভ্যুত্থানকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে শিল্পীসমাজ, রাজনৈতিক পালাবদলের পর একেবারেই বন্ধ হয়ে যায় শুটিং। এখনো নিয়মিত কাজে ফেরেননি প্রযোজক-শিল্পীর অনেকে। কমেছে নাটকের আয় ও বাজেট।


                  বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’

গত দুই–তিন বছরে নাটক প্রচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে। একসময় টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে নাটক প্রচারের কথা ভাবাই যেত না, সেই নাটক এখন সরাসরি মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফলে নাটকের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। গড়ে উঠেছে শতাধিক ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের চেয়েও অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলগুলো নাটকের বাজেট বাড়াচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করছে। সেই বৈদেশিক আয় দিয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত রেকর্ড গড়েছিলেন ইউটিউব চ্যানেলের প্রযোজকেরা।

যে নাটকগুলো বেশি দেখছেন
বছরের শুরু থেকেই দর্শক কমেডি ও রোমান্টিক গল্পের নাটক বেশি দেখেছেন। বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘মামার বাড়ি’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘বান্ধবীর ভাই’ ইত্যাদি। গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্পে উঠে এসেছে শ্বশুরবাড়িতে ঈদকে ঘিরে মজার সব ঘটনা। কোনো গল্পে আবার উঠে এসেছে সামাজিক বাস্তবতা। এর মধ্যে ‘মামার বাড়ি’ নাটকটি সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় ২ নম্বরে রয়েছে।

শীর্ষ ১০ নাটক

  • শ্বশুরবাড়িতে ঈদ (নিলয়-হিমি)

  • মামার বাড়ি (নিলয়-হিমি)

  • চাচা ভাতিজা জিন্দাবাদ (নিলয়-হিমি)

  • বান্ধবীর ভাই (নিলয়-হিমি)

  • শুধু তোমার জন্য (মুশফিক আর ফারহান-কেয়া পায়েল)

  • জামাই বউর মাথা গরম (মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি)

  • লাভ লাইন (জোভান আহমেদ জোভান-নাজনীন নেহা)

  • আমার হয়ে থেকো (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)

  • একবার বলো ভালোবাসি (মুশফিক আর ফারহান-নাজনীন নীহা)

  • তুই আমারই (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)

    (ইউটিউব ভিউর হিসাবে,২৮ ডিসেম্বর পর্যন্ত )


ভিউয়ে এগিয়ে কোন তারকারা

নাটকের ভিউ মানেই সবার আগে চলে আসে অভিনয়শিল্পী জুটি নিলয় আলমগীর ও হিমির কথা। তিন বছর ধরে অভিনেত্রী হিমি–নিলয়ের নাটক অঙ্গনে আলোচিত জুটি গড়ে। এখন ৮০ ভাগের বেশি নাটকে তাঁদের একসঙ্গে দেখা যায়। বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ১০ নাটকের মধ্যে প্রথম চারটি নাটকের জুটিই তাঁরা। এ ছাড়া কয়েকটি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা গেছে। তাঁদের ‘আমার হয়ে থেকো’ ও ‘তুই আমারই’ দর্শক বেশি দেখেছেন। নাটকগুলো ইউটিউবে শীর্ষ দেখা ১০ নাটকের মধ্যে রয়েছে। এ ছাড়া ফারহানের সঙ্গে নাজনীন নীহার ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি ভিউয়ে শীর্ষ ৯–এ আছে। কেয়া পায়েল অভিনেতা ফারহানের সঙ্গে ‘শুধু তোমার জন্য’ নাটকে জুটি বেঁধে ছিলেন; সেটাও আলোচনায় ছিল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। এ বছরও ব্যতিক্রম হয়নি, এই অভিনেতার ‘জামাই বউর মাথা গরম’ নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। তাঁর সহশিল্পী ছিলেন তানিয়া বৃষ্টি। ভিউয়ের হিসাবে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহার ‘লাভ লাইন’ রোমান্টিক গল্পটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এর বাইরে জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, খায়রুল বাসার, ইয়াশ রোহান, শামীম হাসান সরকারদের নাটক দর্শকেরা বেশি দেখেছেন।

বলিউড দুধ দিয়ে গোসলের শর্ত পূরণ না করায় সিনেমা ছেড়েছিলেন এই অভিনেতা


 দুধ দিয়ে গোসল করার অভ্যাস রবি কৃষাণের, অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগেই শোনা গেছে। এবার রবি নিজেই স্বীকার করলেন ঘটনা। এখানেই শেষ নয়, দুধ দিয়ে গোসল করার শর্ত পূরণ করতে না পারায় একটি সিনেমায় অভিনয়ও করেননি তিনি!

সম্প্রতি শুভংকর মিশ্রর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রবি কৃষাণ। সেখানেই তাঁকে নিয়ে বহুল চর্চিত গুজবের সবিস্তার বর্ণনা দিয়েছেন অভিনেতা।
রবি কৃষাণ জানান, দুধ দিয়ে গোসল করার অদ্ভুত অভ্যাস তাঁর অনেক দিনের। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে এই অভ্যাস সম্পর্কে জানান যেন শুটিং সেটেও নির্মাতা তাঁর জন্য দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করতে পারেন।

Thursday, 26 December 2024

যে অ্যালবামে জেনির জীবনের ছায়া আছে


 নতুন একক অ্যালবামের ঘোষণা দিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। ‘লাইভ রিফ্লেকটিং’ শিরোনামে অ্যালবামটি আগামী বছর প্রকাশিত হবে। খবর ইয়োনহ্যাপের

জেনির এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘হ্যাপি হলিডে’শীর্ষক ভিডিওতে এ ঘোষণা দিয়েছেন জেনি। এই তারকা গায়িকা বলেছেন, ‘এই অ্যালবামে নতুন ধরনের সাউন্ড নিয়ে আসছি। এতে বৈচিত্র্য থাকবে। বিভিন্ন ঘরানার গান থাকবে।’

প্রায় ১১ মাস ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছিলেন জেনি। তিনি জানান, অ্যালবামে জেনির জীবনের ছায়া থাকবে। তিনি বলেন, ‘আমি আশা করি ভক্তরা অ্যালবামের গানের মধ্যে আমাকে খুঁজে পাবেন।’

ফুরিয়ে আসা বছর নিয়েও কথা বলেছেন জেনি। বছরটা তাঁকে অনেকখানি বদলে দিয়েছে বলে মনে করেন এই তারকা গায়িকা। বিশেষ করে একক গান ‘মন্ত্র’ প্রকাশের পর দুনিয়াজুড়ে সাড়া ফেলেছেন তিনি।

জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি। ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে।

মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তাঁর।

Search This Blog

Powered by Blogger.