Tuesday, 15 April 2025

পাকিস্তানের কোক স্টুডিওর শিল্পী আইমা আসছেন ঢাকায়


 বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। খবর বিডিনিউজের। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেনশুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে গান শোনাবেন আইমা। সম্রাট বলেনআমরা সবসময় এক্সক্লুসিভ শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টির মত শো করেছি। এবারের আয়োজনটা আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের জন্য। পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ সিনেমায় গান করে খ্যাতি পান আইমা। এরপর তিনি গান করেছেন কোক স্টুডিও পাকিস্তানের তিন মৌসুমে। সেখানেও তার গানগুলো জনপ্রিয়তা পায়। আইমার কনসার্টের দিন ‘মেলোডি আনলিশড’ নামের কনসার্টে অংশ নেওয়া কথা রয়েছে পাকিস্তানের আরেক শিল্পী মুস্তাফা জাহিদের। দেশের কনসার্টে গেল বছর থেকেই পাকিস্তানি শিল্পীদের আনাগোনা বেড়েছে। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে আলী আজমত লাইভ ইন ঢাকা কনসার্টে গাইবেন জুনুনের শিল্পী আলী আজমত। এরইমধ্যে ঢাকা ‘মাতিয়ে গেছে’ পাকিস্তানের ব্যান্ড জালআতিফ আসলাম ও কাভিশ।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.