Tuesday, 15 April 2025

সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি ও রোনালদো


 ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোু দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেনআর তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে। সামপ্রতিক ম্যাচে সৌদি প্রো লিগে আলরিয়াদের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৩৩তে। অন্যদিকেকনকাকাফ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মায়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে মেসির মোট গোল হয়েছে ৮৫৭।

পরিসংখ্যানে মুখোমুখি মোট গোল (ক্লাব ও দেশ মিলিয়ে):ক্রিস্টিয়ানো রোনালদো৯৩৩ গোল (,২৭২ ম্যাচে),লিওনেল মেসি৮৫৭ গোল (,০৯২ ম্যাচে)। রোনালদো বয়সে কিছুটা বড় ৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেনএবং তার লক্ষ্য ১ হাজার গোল ছোঁয়া। মেসি বর্তমানে ৩৭ বছর বয়সেতাই সময়ের হিসেবে কিছুটা এগিয়ে আছেন তিনি। দুজনই তাদের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে গোলের পর গোল করে গেছেনএবং এই প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। সর্বকালের সেরা পাঁচ গোলদাতাক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল৯৩৩ গোললিওনেল মেসি (আর্জেন্টিনা৮৫৭ গোলজোসেফ বিকান (অস্ট্রিয়া৮০৫ গোল,রোমারিও (ব্রাজিল৭৭২ গোলপেলে (ব্রাজিল৭৫৭ গোল। রোনালদো ও মেসি ইতিমধ্যেই সব পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। ১৯৩০৫০এর দশকে খেলা জোসেফ বিকান ছিলেন এতদিনের রেকর্ডধারীএখন সে জায়গায় রোনালদো এবং মেসি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে কে হবেন সবার সেরাএখনো নিশ্চিত করে বলা কঠিনকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম লেখাবেন সবার ওপরে। তবে এটুকু নিশ্চিতএই যুগসেরা দুই কিংবদন্তির এমন অসাধারণ প্রতিযোগিতা আর সহজে দেখা যাবে না।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.