Monday, 12 May 2025

বাকিতে কোল্ড ড্রিংস খাওয়া নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ


 

লালখান বাজারে অফিস ও টেক্সি ভাঙচুর, আহত ৩


নগরীর লালখান বাজার এলাকায় বাকিতে কোল্ড ড্রিংস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি অফিস এবং একটি সিএনজি টেক্সি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি একটি সিগারেটের দোকানের মালামাল ছুড়ে ফেলার ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালখান বাজারের হাই লেভেল রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খোকন নামে একজনসহ তিনজন আহত হয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব রহমান আজাদীকে বলেন, দুটি টোকাই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় একটি অফিস ভাঙচুর করা হয়েছে। সেটি আওয়ামী লীগের অফিস বলে শুনেছি। এছাড়া দোকান ও একটি সিএনজি টেক্সি ভাঙচুর করা হয়েছে। সমস্যা হয়েছে জানতে পেরে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।


Friday, 9 May 2025

২০৪৫ সালের মধ্যে প্রায় পুরো সম্পত্তি দান করবেন বিল গেটস


 

এই অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশুমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে ব্যবহার করা হবে।

আগামী ২০ বছরের মধ্যে ২০০ বিলিয়ন অর্থাৎ ২০ হাeজার কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশুমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। এ সময় বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্কের সমালোচনাও করেছেন বিল গেটস।
৬৯ বছর বয়সী এই ধনকুবের জানিয়েছেন, তিনি তার সম্পদের প্রায় পুরোটাই দ্রুত দান করতে চান। এছাড়া পূর্বঘোষিত সময়ের চেয়ে অনেক আগে ২০৪৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই বন্ধ করে দেয়া হবে গেটস ফাউন্ডেশন। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেন, মানুষকে সাহায্যের জন্য যে সম্পদ ব্যবহার করা যেতে পারে, তা ধরে রাখার কোনো মানে নেই।
প্রাণঘাতী রোগ ও দুর্ভিক্ষ প্রতিরোধে মার্কিন বৈদেশিক তহবিল সংকোচনের সিদ্ধান্তের পরই এসব কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এমনিতেই বেশ কিছুদিন ধরে সরকারের তহবিল বাতিল বা সংকোচন নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের শীর্ষ ধনীর কারণে পৃথিবীর দরিদ্রতম শিশুদের মৃত্যুর বন্দোবস্ত হওয়ার দৃশ্য নিশ্চয়ই সুখকর কিছু নয়।

মার্কিন সরকারের তহবিলে বাতিল, সংকোচন বা পরিবর্তনের বিষয়গুলো দেখভাল করছেন এলন মাস্ক। মূলত তার পরামর্শেই এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের পরামর্শেই সহায়তা সংস্থা ইউএসএআইডির ৮০ শতাংশ কর্মসূচিতে বরাদ্দ বাতিল বা সংকুচিত হতে যাচ্ছে। ২০২৩ সালের হিসাবে দেখা গেছে, সংস্থাটি বিশ্বজুড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করেছে।

এক সময় বিল গেটস এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক দরিদ্রদের সহায়তার বিষয়ে একমত ছিলেন। তবে সম্প্রতি তারা একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। এদিকেম বিল গেটসের সাক্ষাৎকার প্রকাশ হতেই চটেছেন এলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ভিডিও পোস্টে বিল গেটসকে 'বড় মাপের মিথ্যাবাদী' বলে অভিহিত করেছেন এলন মাস্ক। তবে এ বিষয়ে মাস্কের মুখপাত্রদের বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে সঙ্গে নিয়ে ২০০০ সালে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিল গেটস। পরে এতে যুক্ত হন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। এ পর্যন্ত ফাউন্ডেশনটি প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। যার মাধ্যমে গ্যাভি ও গ্লোবাল ফান্ডের মতো উদ্যোগে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে। এই দাতব্য সংস্থার মাধ্যমে নিজের ৯৯ শতাংশ সম্পদ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিল গেটস।

অপারেশন সিঁদুর কেন

 


পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে ভারত সরকার। ইন্ডিয়া টুডে সরকারি সূত্রের বরাতে বলছে, এই নাম দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় নিহতদের স্ত্রীদের কথা মাথায় রেখেই নাকি তিনি এই নাম দিয়েছেন। ভারত সরকারে শীর্ষ পর্যায়ের সূত্রগুলো ইন্ডিয়া টুডে টিভিকে জানায়, প্রধানমন্ত্রী মোদী ওই হামলার মানবিক দিক গভীরভাবে উপলব্ধি করেন। আর এটিই ছিল অপারেশন সিঁদুর নামকরণের প্রেরণা। খবর বাংলানিউজের।
সিঁদুর হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে পরা একপ্রকার লাল রঙের গুঁড়া। পহেলগাঁও হামলা অনেক নারীর ‘সিঁদুর’ কেড়ে নিয়েছিল। ওই হামলায় ভারত পাকিস্তানের ওপর দোষ চাপায়। তবে পাকিস্তান জানায়, ওই হামলায় তারা জড়িত ছিল না। গত সপ্তাহে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, ওই হামলা উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় পুরুষদের লক্ষ্য করে চালানো হয়। এতে অসংখ্য নারী বিধবা হন এবং বহু পরিবার চিরতরে ভেঙে পড়ে। তিনি কর্মকর্তাদের বলেন, হামলার প্রতিক্রিয়া এমনভাবে দিতে হবে, যাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে, ভারত এটি কখনো মেনে নেবে না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ‘অপারেশন সিঁদুর’–এ ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একত্রে অংশ নেয়। তারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। ভারতের দাবি, তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ শিরোনামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ছবিটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ছবিতে কালো পটভূমির ওপর সাদা অক্ষরে ইংরেজিতে লেখা ‘অপারেশন সিঁদুর’। ‘সিঁদুর’ শব্দে ‘ও’ অক্ষরের জায়গায় দেখানো হয়েছে সিঁদুরভর্তি একটি গোল পাত্র।
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারত সরকার ওই হামলাকেই ‘অপারেশন সিঁদুর’ নাম দেয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কোটলি, বাহাওলপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে পাকিস্তান।


Saturday, 3 May 2025

বেয়াইনকে নির্যাতনের অভিযোগে বেয়াই গ্রেফতার


 

মংমনসিংহের ফুলপুরে এক নারীকে নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিহারাঙ্গা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা বলছেন, মারধরের শিকার নারী সম্পর্কে গ্রেফতার হওয়া ব্যক্তির বেয়াইন হয়। তাদের ছেলে-মেয়েরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তবে এ বিয়ে মেনে নেয়নি ছেলের পরিবার।

আটক ব্যক্তির নাম নুর ইসলাম। তিনি উপজেলার রূপসী ইউনিয়নের পশ্চিম বিহারাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিহারাঙ্গা গ্রামের আবুল হোসেন ফকিরের মেয়ে আছমা বেগমের সঙ্গে পাশের বাড়ির নুর ইসলামের ছেলে খাদিমুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে এ যুগল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এরপর উভয়ে ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করছে। তাদের সংসারে এক মেয়ে সন্তানও রয়েছে।
মেয়ের পরিবার দরিদ্র হওয়ায় ছেলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকেই মেয়ের পরিবারকে হুমকি দিয়ে আসছিল তারা। এমনকি, পুত্রবধূর ভগ্নিপতির বন্ধকি জমিও দখল করেছে।
ক্ষোভের জেরে শুক্রবার পুত্রবধূর বাড়িতে যায় নুর ইসলাম। সেখানে বেয়াইনকে একা পেয়ে মারধর করেন তিনি। ঘটনার দিন রাতে স্থানীয়রা নুর ইসলামকে আটক করে পুলিশে দেয়।
মারধরের এ ঘটনায় মারধরের শিকার নারীর আরেক মেয়ের জামাই নাজমুল হক বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি জানান, ঘটনার পর তাদের হুমকিতে শশুরবাড়ির লোকজন দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ‘অভিযুক্ত নুর ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এবার শচীনের রেকর্ড কেড়ে নিলেন সুদর্শন


 

এবারের আইপিএলে স্বপ্নের মতো এক আসর কাটাচ্ছেন সাই সুদর্শন। শুবমান গিল আর জস বাটলারের সঙ্গে মিলে গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে দিয়েছেন ইস্পাতের দৃঢ়তা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও সে ছন্দটা ধরে রাখলেন তিনি। তাতে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের কীর্তিকেও।
গেল বারের ফাইনালিস্টদের বিপক্ষে শুক্রবার রাতে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন।

এই মাইলফলকটা ছুঁতে গিয়েই তিনি শচীনকে পেছনে ফেলেছেন। বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান ছোঁয়া দ্রুততম ভারতীয়। তিনি এই কীর্তি গড়েছেন ৫৪ ইনিংসে। শচীন ২০০০ রান করতে খেলেছিলেন ৫৯ ইনিংসে।
বিশ্বরেকর্ডটা অবশ্য একটুর জন্য ভাঙা হয়নি তার। তিনি অবশ্য খুব কাছেই ছিলেন। ৫৩ ইনিংসে ২০০০ করে এই রেকর্ডটা দখলে রেখেছেন শন মার্শ। মাইলফলকটা ছুঁতে আর এক ইনিংস কম খেললেই রেকর্ডে ভাগ বসাতে পারতেন সুদর্শন।
২০২৫ আইপিএলে দারুণ ছন্দে আছেন সাই সুদর্শন। নিয়মিত রান করেই যাচ্ছেন, যার ফলে এবারের আইপিএলের শীর্ষ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে আছেন সবার আগে। চলতি আইপিএলে সবার আগে ৫০০ রান তিনিই ছুঁয়েছেন। ১০ ইনিংসে তিনি করেছেন ৫০.৪ গড়ে ৫০৪ রান। 
সুদর্শন এবারের আইপিএলে নিয়মিতই বড় জুটি গড়ছেন শুবমান গিলের সঙ্গে। যা গুজরাটের সাফল্যে বড় অবদানই রেখেছে। শুবমান, সুদর্শন আর বাটলার এবার গুজরাটের সিংহভাগ রান করেছেন। যার সুবাদে এবারের লিগ পর্বে একটা বড় সময় ধরে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকেছে দলটা। 
এবার গুজরাটের সামনে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার চ্যালেঞ্জ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। ১১ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনে থাকা বেঙ্গালুরু ১০ ম্যাচ খেলে তুলে নিয়েছে ১৪ পয়েন্ট।

উটের দুধের ব্যবসায় নামছেন মিষ্টি জান্নাত


 

বর্তমান সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। দেশের পর নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। 
ব্যক্তিগত কারণে অনেক দিন ক্যামেরার বাইরে মিষ্টি জান্নাত। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।
এর আগে তিনি দেশসেরা ঢালিউড অভিনেতা শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। এবার সুখবর দিলেন মিষ্টি জান্নাত। 
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটি উটের দুধের ব্যবসা। এবার তিনি বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন বলে জানান।
মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তিনি  বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন— উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করার প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এ জন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত।

জয়ে ফিরেও অস্বস্তিতে বাংলাদেশ


 

চট্টগ্রামে টার্নিং উইকেট, তিন স্পিনার নিয়ে একাদশ সাজানো, আর সেই পুরনো ফর্মুলায় ফিরে গিয়ে জয়—হ্যাঁ, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে ঘরের মাঠে টানা ছয় ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে। কিন্তু প্রশ্নটা এখন জয় নয়—প্রশ্ন, আমরা কি আসলেই এগোচ্ছি, নাকি পুরনো নিরাপত্তার বৃত্তে ঘুরপাক খাচ্ছি?

সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর চট্টগ্রামে যে উইকেট বানানো হয়েছে, তা যেন সোজাসুজি একটা বার্তা—‘জিততেই হবে, যেভাবেই হোক’। ফলাফলও মিলেছে, কিন্তু এই জয়ের পেছনে যে পুরনো স্পিন-নির্ভর ফর্মুলা, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পেস আক্রমণ যে দৃঢ়তা অর্জন করছিল, তা যেন এক ম্যাচেই ধাক্কা খেল। স্পিন বান্ধব উইকেট, তিন স্পিনারের একাদশ—সবই মনে করিয়ে দিচ্ছে সেই সময়কে, যখন স্পিনই ছিল বাংলাদেশের একমাত্র অস্ত্র। সাবেক নির্বাচক হাবিবুল বাশার এরকম সিদ্ধান্তে হতাশ, ক্রিকবাজকে তিনি বলেই ফেললেন— ‘জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এরকম উইকেট বানানো মানে, আমরা এখনো মানসিকভাবে বের হতে পারিনি পুরনো ধারা থেকে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানানো স্বাভাবিক। কিন্তু জিম্বাবুয়ের মতো দলকে হারানোর জন্য যদি আবার সেই পথ বেছে নিতে হয়, তবে প্রশ্ন ওঠে—আমরা আসলেই এগোচ্ছি তো?’ একইসঙ্গে বিদেশের কন্ডিশনে আমাদের ব্যাটারদের মানিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটা হার মানেই যদি পুরনো পথে ফিরে যাই, তাহলে উন্নয়ন কোথায়?’
বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তার মতে, চট্টগ্রামের গরম ও ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘জিম্বাবুয়েও এক অতিরিক্ত স্পিনার নিয়েই খেলেছে,’—উল্লেখ করেন তিনি। তার দাবি, জয় এসেছে ধৈর্য ও পরিকল্পনার ফসল হিসেবে, কেবল উইকেটের কারণেই নয়।


তাইজুল বল হাতে যেভাবে ফ্লাইটে ব্যাটারদের বিভ্রান্ত করেছে, তা কৃতিত্ব পাওয়ার যোগ্য,’—বলেছেন সালাহউদ্দিন। তিনি আরও জানান, পেসারদের প্রতি এখনও আস্থা আছে, যদিও বিপিএল ও ডিপিএল খেলার কারণে তাদের গতি কিছুটা কমে গেছে। সঠিক প্রশিক্ষণেই সেই গতি ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।

এই সিরিজ জয় নিশ্চয়ই আত্মবিশ্বাস ফেরাবে বাংলাদেশকে, কিন্তু একইসঙ্গে উসকে দিয়েছে এক পুরনো প্রশ্ন—আমরা আসলেই উন্নয়নের পথে হাঁটছি, না পুরনো শেকড়েই আটকে আছি? স্পিন নির্ভরতা যদি বারবারই আশ্রয় হয়, তবে পেসারদের ভবিষ্যৎ কোথায়? সময় এসেছে, শুধু জয় নয়, ভাবারও—আমরা ক্রিকেটে কোন পথে চলছি।

Search This Blog

Powered by Blogger.

বাকিতে কোল্ড ড্রিংস খাওয়া নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ

  লালখান বাজারে অফিস ও টেক্সি ভাঙচুর, আহত ৩ নগরীর লালখান বাজার এলাকায় বাকিতে কোল্ড ড্রিংস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে...