Showing posts with label বাণিজ্য. Show all posts
Showing posts with label বাণিজ্য. Show all posts

Tuesday, 15 April 2025

ঈদে রেকর্ড রেমিট্যান্স : চট্টগ্রামের প্রবাসীদের অবদান শীর্ষে


 পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। মার্চ মাসের প্রথম ২৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারযা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৯২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছেমার্চের প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গেলো মাসে তিন বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে প্রবাসী আয়।

সূত্র জানায়দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্বের নানা দেশে চাকরি ব্যবসাসহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের অর্জিত অর্থ দেশে রেমিট্যান্স হিসেবে প্রেরণ করে।

চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ প্রবাসী হলেও রেমিট্যান্স ঢাকা বিভাগে বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ীবিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি প্রবাসী বৈধভাবে রয়েছেন। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম বিভাগের ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। যা দেশের প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে সর্বোচ্চ বলেও সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম বিভাগের অধিকাংশ প্রবাসী কর্মসংস্থানের জন্য সৌদি আরবসংযুক্ত আরব আমিরাত (আবুধাবিআজমানদুবাই), কাতারওমান এবং মালয়েশিয়ায় গমন করেন। মালয়েশিয়ায় প্রবাসী যাওয়ার হার বেড়েছেযা চট্টগ্রামের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

চট্টগ্রাম বিভাগের প্রবাসী বেশি হলেও রেমিট্যান্স প্রেরণে ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে এসেছে ১ হাজার ১৬৬ কোটি ডলারআর চট্টগ্রাম বিভাগে এসেছে ৬৭৮ কোটি ৩৬ লাখ ডলার।

সূত্র জানায়চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম জেলা থেকে ২৩৬ কোটি ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাঙামাটি জেলা থেকে মাত্র ১ কোটি ৯৫ লাখ ডলার।

সূত্র বলেছেনতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানানঅর্থপাচার এবং হুন্ডি কার্যক্রমে নিয়ন্ত্রণ আসায় বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ উৎসাহিত হয়েছে।

এছাড়াব্যাংকগুলো এখন খোলা বাজারের সমান দামে ডলার দিচ্ছে। যার ফলে প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলকেই বেছে নিচ্ছেন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের জন্য প্রবাসীদের পাঠানো অর্থই গেলো মাসে রেকর্ড পরিমাণ এসেছে।

সূত্র জানায়২০২৪২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাইমার্চদেশে এসেছে ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্সযা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৪ শতাংশ বেশি। এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি বলে মন্তব্য করে সূত্র বলেছেচট্টগ্রাম বিভাগের প্রবাসী জনগোষ্ঠী এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে রেমিট্যান্স এসেছে তা শুধু রেকর্ডই নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tuesday, 11 March 2025

চার গুণ হারে মাশুল আদায় শুরু বন্দরের ইয়ার্ডে কন্টেনার । ৪ দিনের মধ্যে ডেলিভারি না নিলে বাড়তি মাশুল দিতে হবে


 বন্দরের অভ্যন্তরে স্বাভাবিকের চেয়ে বেশি কন্টেনার থাকায় কর্তৃপক্ষ চার গুণ মাশুল আদায় শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষ কন্টেনারের চাপ সামলাতে বাড়তি মাশুল আরোপের কথা বললেও সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছেঅবৈধ মজুতদারি ঠেকাতেই কর্তৃপক্ষ মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

রমজান উপলক্ষে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য কন্টেনারে বোঝাই করে বন্দরের অভ্যন্তরে রাখা হয়েছে। অভিযোগ আছেদাম বাড়ানোর অপেক্ষা করে এসব পণ্য খালাস করা হচ্ছে না। মজুতকৃত পণ্যের পাশাপাশি বিভিন্ন শিল্পের প্রচুর কাঁচামাল বোঝাই কন্টেনারও বন্দরে রয়েছে। এতে বন্দরের স্বাভাবিক উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে ৪ দিনের ফ্রি টাইমের মধ্যে কন্টেনার ডেলিভারি না নিলে ৪ গুণ হারে মাশুল আদায় শুরু করেছে।

সূত্র বলেছেআমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার বন্দরের ইয়ার্ডে চার দিন বিনা মাশুলে রাখা যায়। অর্থাৎ জাহাজ থেকে কন্টেনার খালাস করে ইয়ার্ডে রাখার পর ৪ দিন কোনো ভাড়া নেওয়া হয় না। কিন্তু এরপর থেকে প্রতিদিনের জন্য ২০ ফুটের কন্টেনারের জন্য ৬ ডলার৪০ ফুটের কন্টেনারের জন্য ১২ ডলার মাশুল পরিশোধ করতে হয়। পরবর্তীতে নির্দিষ্ট দিন শেষে এই ভাড়ার হার বাড়তে থাকে। সর্বশেষ হিসেবে ২০ ফুটের একটি কন্টেনারের জন্য প্রতিদিন ২৪ ডলার এবং ৪০ ফুটের কন্টেনারের জন্য প্রতিদিন ৪৮ ডলার ভাড়া আদায় করা হয়। গতকাল থেকে তা ৪ গুণ বাড়তি হারে আদায় করা হচ্ছে। অর্থাৎ একটি কন্টেনার নির্দিষ্ট সময়ের পরে ইয়ার্ডে রাখলে ২৪৪৮ এবং ৯৬ ডলার পর্যন্ত প্রতিদিন ভাড়া পরিশোধ করতে হবে। ৪০ ফুটের কন্টেনারের ক্ষেত্রে ৪ দিনের ফ্রি টাইমের পর প্রতিদিনের জন্য ৪৮ ডলারপরবর্তী সপ্তাহের প্রতিদিনের জন্য ৯৬ ডলার এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য ১৯২ ডলার হারে ভাড়া গুনতে হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেনআমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে কন্টেনার খালাস করলে বাড়তি মাশুল দিতে হবে না। আমরা চাই আমদানিকারকেরা দ্রুত পণ্য খালাস করুক। এতে সবার উপকার হবে।

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে গতকাল প্রায় ৩০ হাজার টিইইউএস কন্টেনার ছিল। এসব কন্টেনারের অনেকগুলো নানা পণ্যে ঠাসা। কন্টেনারের পণ্য খালাস না করে দাম বাড়ানোর পাঁয়তারার অভিযোগ শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। ইতোমধ্যে প্রশাসন নগরীর বাজারগুলোতে অভিযান চালিয়েছে। শীর্ষ কর্মকর্তারা ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। কিন্তু বন্দরের সংরক্ষিত এলাকায় কন্টেনারে বোঝাই থাকা পণ্যগুলো দেশের সরবরাহ নেটওয়ার্কে না এলে বাজার পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ গতকাল থেকে চার গুণ হারে মাশুল আদায় শুরু করেছে। ৪ গুণ মাশুল দিয়ে দিনের পর দিন কন্টেনার ইয়ার্ডে ফেলে রাখা সম্ভব হবে না বিধায় এসব পণ্য দ্রুত বাজারে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

অবশ্য ব্যবসায়ী নেতারা বলেছেনবন্দরের কন্টেনারগুলোর অধিকাংশ গার্মেন্টসের কাঁচামাল। চার গুণ হারে মাশুল নির্ধারিত হলে গার্মেন্টস সেক্টরে খরচ বাড়বে। ভোগ্যপণ্য আমদানিকারকদের খুব বেশি কন্টেনার বন্দরের ইয়ার্ডে নেই বলেও দাবি করেন তারা।

অবশ্য ভোক্তা শ্রেণি বন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলেনঅনেকে ‘সস্তা গুদাম’ খ্যাত ইয়ার্ডে কন্টেনার ফেলে রেখেছে। এসব পণ্য দ্রুত বাজারে আনার জন্য বন্দর কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে তা অভিনব হলেও অপ্রত্যাশিত নয়। এমন পদক্ষেপকে কৌশলী এবং গণমুখী।

Sunday, 29 December 2024

সোনার দাম ভরিতে কমছে ১,০৫০ টাকা


 বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ দাম হ্রাস পাচ্ছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। সারা দেশে আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা দাম কমেছিল।নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৮৬৯ টাকা।

আজ রোববার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ৬০৪ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বিশ্ববাণিজ্য তামা–অ্যালুমিনিয়াম কাঁচামাল আমদানিতে শুল্ক কমাবে চীন


 আগামী বছর থেকে ইথেন ও কিছু পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) তামা ও অ্যালুমিনিয়াম কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস করবে চীন। গতকাল শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ-মানের পণ্য আমদানি বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক সমন্বয় করা হবে। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অন্তত ৯৩৫টি উপকরণের ক্ষেত্রে অস্থায়ী (সমন্বয় করা) আমদানি শুল্ক আরোপিত হবে। এর মধ্যে পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন ব্যবহার উন্নয়নের জন্য ইথেন ও কিছু পুনর্ব্যবহৃত তামা ও অ্যালুমিনিয়ামের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হবে।

এর বিপরীতে গুড় ও চিনিযুক্ত পাউডারসহ কিছু ভোগ্যপণ্যে শুল্ক বাড়াবে অর্থ মন্ত্রণালয়। আবার সাইক্লিক ওলেফিন পলিমার, ইথিলিন-ভিনাইল অ্যালকোহল কপলিমার ও ফায়ার ট্রাকের মতো বিশেষ উদ্দেশ্যের যানবাহনের জন্য শুল্ক হ্রাস করা হবে।

Friday, 27 December 2024

রিহ্যাব আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি–বুকিং


 রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বা জায়গা বিক্রি ও বুকিং হয়েছে। পাঁচ দিনের এই মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৭ হাজার ৭২৯ জন।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন মেলার শেষ দিনে আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে রিহ্যাব। ২০২২ সালের আবাসন মেলায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। সেই হিসাবে এবার বিক্রি ও বুকিং বেড়েছে প্রায় ৫২ কোটি টাকা।

রিহ্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল পাঁচটা পর্যন্ত মেলায় ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৩০ কোটি টাকার। আর ৯৬ কোটি টাকার প্লট এবং ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার বাণিজ্যিক জায়গা বুকিং ও বিক্রি হয়েছে। এ ছাড়া গৃহঋণ পেতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা ঋণের জন্য আলোচনা করেন ক্রেতারা।

জাতীয় নির্বাচনের কারণে গত বছর আবাসন মেলা হয়নি। দুই বছর পর ২৩ ডিসেম্বর সোমবার এই মেলা শুরু হয়। পাঁচ দিনের এই মেলায় ১৭০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে দেড় শটিই আবাসন প্রতিষ্ঠান।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীরা মেলায় আসতে থাকেন। দুপুরের পর ভিড় বেড়ে যায়। শেষ দিনে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ায় বিক্রি ও বুকিংয়ের পরিমাণও বাড়ে।

মেলায় অংশ নেওয়া একাধিক আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, পাঁচ দিনের মেলায় হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেসের খোঁজখবর করেছেন। তাঁদের মধ্যে অবশ্য অল্পসংখ্যকই মেলায় বুকিং দেন বা কেনেন। তবে অনেক সম্ভাব্য ক্রেতার সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পরিচয় হয়েছে। এ রকম ক্রেতাদের কাছে পরবর্তী সময়ে ফ্ল্যাট বিক্রির ভালো সম্ভাবনা থাকে বলে জানান কর্মকর্তারা।

আবাসন খাতের প্রথম দিকের প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিংয়ের সহকারী ব্যবস্থাপক মোস্তফা মহসিন আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, ‘মেলায় আমরা আফতাবনগর ও বনশ্রী এলাকার প্রকল্পের তিনটি ফ্ল্যাট বুকিং পেয়েছি। আশা করছি, মেলার বাকি কয়েক ঘণ্টায় বুকিং আরও বাড়বে।’ তিনি জানান, তাঁরা গুলশান-২, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী ও নিকেতনে ছয়টি আবাসন প্রকল্পের ফ্ল্যাট বিক্রির জন্য এনেছিলেন।

আবাসন খাতের উদীয়মান প্রতিষ্ঠান ক্রিডেন্স হাউজিং ৫৪টি আবাসন প্রকল্পের ফ্ল্যাট নিয়ে আসে মেলায়। প্রতিষ্ঠানটির চিফ ডিজাইন কো-অর্ডিনেটর মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা মেলায় ভালো সাড়া পেয়েছি। আশা করছি, মেলায় আসা ক্রেতাদের কাছ থেকে সামনের দিনগুলোতে বেশ কিছু ফ্ল্যাটের বুকিং পাব আমরা।’

Tuesday, 24 December 2024

রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত দেন।সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম। তিনি বিগত বছরের আর্থিক অবস্থা তুলে ধরেন ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভা পরিচালনা করেন কোম্পানিসচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা। রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

Search This Blog

Powered by Blogger.