Tuesday, 15 April 2025

সেরা নির্মাতার খোঁজ, পুরস্কার ৫ লাখ টাকা


 তরুণ নির্মাতারা সিনেমার চিত্রনাট্য ও প্রস্তাবনা জমা দিয়ে পেতে পারেন লাখ টাকা জেতার সুযোগ। এ সুযোগ করে দিচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব নামে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মেন্টরিং ও পিচিং প্ল্যাটফর্মটি তরুণদের কাছ থেকে সিনেমার পরিকল্পনা ও চিত্রনাট্য নিয়ে একটি প্রকল্পের পরিকল্পনা করেছে। যেখানে চিত্রনাট্য জমা দিয়ে সেরা হিসেবে নির্বাচিত হতে পারলে নির্মাতা পাবেন পাঁচ লাখ টাকা। খবর বিডিনিউজের।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেনআগামী বছরে অনুষ্ঠিত হতে চলা ১০ থেকে ১৮ জানুয়ারি২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। প্রথমবারের মতো এই ল্যাবে এশিয়ার সব দেশের তরুণ নির্মাতারা নিজেদের কাজ জমা দিতে পারবেন। যে কেউ চিত্রনাট্য জমা দিয়ে এই ল্যাবে অংশ নিতে পারবেন।

মুজতবা বলেনতরুণ নির্মাতাদের জন্য এ আয়োজন করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে উৎসবের অফিশিয়াল সাইটে গিয়ে যে কেউ অনলাইনে চিত্রনাট্য জমা দিতে পারবেন। নির্মাতা ও প্রযোজকদের জমা দেওয়া চিত্রনাট্য থেকে প্রাথমিকভাবে ১০টি গল্প বাছাই করা হবে। সেই গল্পগুলো বিচারক প্যানেলের কাছে তুলে ধরা হবে। এর মধ্য থেকে চূড়ান্ত পুরস্কার পাবে তিনটি চিত্রনাট্য। প্রথম স্থান অর্জন করা চিত্রনাট্যকার পাবে পাঁচ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী চিত্রনাট্যকার পাবেন তিন ও দুই লাখ টাকা।সিনেমা নির্মাণের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে গল্পসংক্ষেপপরিচালকের কথাসিনেমা বানানোর কলাকৌশলের বিস্তারিত ও পরিচালকের বিস্তারিত পরিচয়। নির্মাতাদের সর্বনিম্ন ৭০ মিনিট ব্যাপ্তির সিনেমার চিত্রনাট্য জমা দিতে হবে বলে জানিয়েছেন মুজতবা জামাল।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.