নাটকের জন্য বছরের শুরুটা শুভ হলেও শেষটা ভালো ছিল না। বছরের মাঝামাঝি জুলাই অভ্যুত্থানকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে শিল্পীসমাজ, রাজনৈতিক পালাবদলের পর একেবারেই বন্ধ হয়ে যায় শুটিং। এখনো নিয়মিত কাজে ফেরেননি প্রযোজক-শিল্পীর অনেকে। কমেছে নাটকের আয় ও বাজেট।
গত দুই–তিন বছরে নাটক প্রচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে। একসময় টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে নাটক প্রচারের কথা ভাবাই যেত না, সেই নাটক এখন সরাসরি মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফলে নাটকের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। গড়ে উঠেছে শতাধিক ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের চেয়েও অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলগুলো নাটকের বাজেট বাড়াচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করছে। সেই বৈদেশিক আয় দিয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত রেকর্ড গড়েছিলেন ইউটিউব চ্যানেলের প্রযোজকেরা।
যে নাটকগুলো বেশি দেখছেন
বছরের শুরু থেকেই দর্শক কমেডি ও রোমান্টিক গল্পের নাটক বেশি দেখেছেন। বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘মামার বাড়ি’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘বান্ধবীর ভাই’ ইত্যাদি। গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্পে উঠে এসেছে শ্বশুরবাড়িতে ঈদকে ঘিরে মজার সব ঘটনা। কোনো গল্পে আবার উঠে এসেছে সামাজিক বাস্তবতা। এর মধ্যে ‘মামার বাড়ি’ নাটকটি সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় ২ নম্বরে রয়েছে।
শীর্ষ ১০ নাটক
শ্বশুরবাড়িতে ঈদ (নিলয়-হিমি)
মামার বাড়ি (নিলয়-হিমি)
চাচা ভাতিজা জিন্দাবাদ (নিলয়-হিমি)
বান্ধবীর ভাই (নিলয়-হিমি)
শুধু তোমার জন্য (মুশফিক আর ফারহান-কেয়া পায়েল)
জামাই বউর মাথা গরম (মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি)
লাভ লাইন (জোভান আহমেদ জোভান-নাজনীন নেহা)
আমার হয়ে থেকো (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)
একবার বলো ভালোবাসি (মুশফিক আর ফারহান-নাজনীন নীহা)
তুই আমারই (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)
(ইউটিউব ভিউর হিসাবে,২৮ ডিসেম্বর পর্যন্ত )
ভিউয়ে এগিয়ে কোন তারকারা
নাটকের ভিউ মানেই সবার আগে চলে আসে অভিনয়শিল্পী জুটি নিলয় আলমগীর ও হিমির কথা। তিন বছর ধরে অভিনেত্রী হিমি–নিলয়ের নাটক অঙ্গনে আলোচিত জুটি গড়ে। এখন ৮০ ভাগের বেশি নাটকে তাঁদের একসঙ্গে দেখা যায়। বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ১০ নাটকের মধ্যে প্রথম চারটি নাটকের জুটিই তাঁরা। এ ছাড়া কয়েকটি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা গেছে। তাঁদের ‘আমার হয়ে থেকো’ ও ‘তুই আমারই’ দর্শক বেশি দেখেছেন। নাটকগুলো ইউটিউবে শীর্ষ দেখা ১০ নাটকের মধ্যে রয়েছে। এ ছাড়া ফারহানের সঙ্গে নাজনীন নীহার ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি ভিউয়ে শীর্ষ ৯–এ আছে। কেয়া পায়েল অভিনেতা ফারহানের সঙ্গে ‘শুধু তোমার জন্য’ নাটকে জুটি বেঁধে ছিলেন; সেটাও আলোচনায় ছিল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। এ বছরও ব্যতিক্রম হয়নি, এই অভিনেতার ‘জামাই বউর মাথা গরম’ নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। তাঁর সহশিল্পী ছিলেন তানিয়া বৃষ্টি। ভিউয়ের হিসাবে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহার ‘লাভ লাইন’ রোমান্টিক গল্পটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এর বাইরে জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, খায়রুল বাসার, ইয়াশ রোহান, শামীম হাসান সরকারদের নাটক দর্শকেরা বেশি দেখেছেন।
No comments:
Post a Comment