দুধ দিয়ে গোসল করার অভ্যাস রবি কৃষাণের, অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগেই শোনা গেছে। এবার রবি নিজেই স্বীকার করলেন ঘটনা। এখানেই শেষ নয়, দুধ দিয়ে গোসল করার শর্ত পূরণ করতে না পারায় একটি সিনেমায় অভিনয়ও করেননি তিনি!সম্প্রতি শুভংকর মিশ্রর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রবি কৃষাণ। সেখানেই তাঁকে নিয়ে বহুল চর্চিত গুজবের সবিস্তার বর্ণনা দিয়েছেন অভিনেতা।
রবি কৃষাণ জানান, দুধ দিয়ে গোসল করার অদ্ভুত অভ্যাস তাঁর অনেক দিনের। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে এই অভ্যাস সম্পর্কে জানান যেন শুটিং সেটেও নির্মাতা তাঁর জন্য দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করতে পারেন।
No comments:
Post a Comment