Saturday, 28 December 2024

গাজার উত্তরাঞ্চলে সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেল









ফিলিস্তিনের ছিটমহল গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ সচল হাসপাতালটিও ইসরায়েলি সামরিক বাহিনী জোরপূর্বক খালি করে দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেঅভিযানের মধ্য দিয়ে উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেলো। খবর বিডিনিউজের।

শুক্রবার হাসপাতালটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অভিযানের আগে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায়। কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ঈদ সাব্বাহ বিবিসিকে বলেনশুক্রবার সেনাবাহিনী তাদের হাসপাতালে রোগী ও কর্মীদের সরিয়ে নিতে প্রশাসনকে ১৫ মিনিট সময় দেয়। পরে ইসরায়েলি সেনারাই হাসপাতালে প্রবেশ করে বাকি রোগীদের সরিয়ে দিয়েছে বলে জানান তিনি। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার বিকেলে জানিয়েছেতারা হাসপাতাল এলাকায় অভিযান চালাচ্ছে। তারা হাসপাতালকে হামাসের শক্ত ঘাঁটি‘ বলে অভিহিত করেছে।

 

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.