Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Friday, 9 May 2025

২০৪৫ সালের মধ্যে প্রায় পুরো সম্পত্তি দান করবেন বিল গেটস


 

এই অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশুমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে ব্যবহার করা হবে।

আগামী ২০ বছরের মধ্যে ২০০ বিলিয়ন অর্থাৎ ২০ হাeজার কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এই অর্থ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে পোলিও ও ম্যালেরিয়া নির্মূল, মা ও শিশুমৃত্যু হ্রাস এবং দারিদ্র্য কমানোর মতো উদ্যোগে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। এ সময় বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্কের সমালোচনাও করেছেন বিল গেটস।
৬৯ বছর বয়সী এই ধনকুবের জানিয়েছেন, তিনি তার সম্পদের প্রায় পুরোটাই দ্রুত দান করতে চান। এছাড়া পূর্বঘোষিত সময়ের চেয়ে অনেক আগে ২০৪৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই বন্ধ করে দেয়া হবে গেটস ফাউন্ডেশন। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেন, মানুষকে সাহায্যের জন্য যে সম্পদ ব্যবহার করা যেতে পারে, তা ধরে রাখার কোনো মানে নেই।
প্রাণঘাতী রোগ ও দুর্ভিক্ষ প্রতিরোধে মার্কিন বৈদেশিক তহবিল সংকোচনের সিদ্ধান্তের পরই এসব কথা বলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এমনিতেই বেশ কিছুদিন ধরে সরকারের তহবিল বাতিল বা সংকোচন নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের শীর্ষ ধনীর কারণে পৃথিবীর দরিদ্রতম শিশুদের মৃত্যুর বন্দোবস্ত হওয়ার দৃশ্য নিশ্চয়ই সুখকর কিছু নয়।

মার্কিন সরকারের তহবিলে বাতিল, সংকোচন বা পরিবর্তনের বিষয়গুলো দেখভাল করছেন এলন মাস্ক। মূলত তার পরামর্শেই এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের পরামর্শেই সহায়তা সংস্থা ইউএসএআইডির ৮০ শতাংশ কর্মসূচিতে বরাদ্দ বাতিল বা সংকুচিত হতে যাচ্ছে। ২০২৩ সালের হিসাবে দেখা গেছে, সংস্থাটি বিশ্বজুড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করেছে।

এক সময় বিল গেটস এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক দরিদ্রদের সহায়তার বিষয়ে একমত ছিলেন। তবে সম্প্রতি তারা একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। এদিকেম বিল গেটসের সাক্ষাৎকার প্রকাশ হতেই চটেছেন এলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক ভিডিও পোস্টে বিল গেটসকে 'বড় মাপের মিথ্যাবাদী' বলে অভিহিত করেছেন এলন মাস্ক। তবে এ বিষয়ে মাস্কের মুখপাত্রদের বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে সঙ্গে নিয়ে ২০০০ সালে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিল গেটস। পরে এতে যুক্ত হন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। এ পর্যন্ত ফাউন্ডেশনটি প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। যার মাধ্যমে গ্যাভি ও গ্লোবাল ফান্ডের মতো উদ্যোগে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে। এই দাতব্য সংস্থার মাধ্যমে নিজের ৯৯ শতাংশ সম্পদ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিল গেটস।

Saturday, 3 May 2025

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া হুঁশিয়ারি


 

কাশ্মীরের পেহেলগামে হামলার ইস্যুতে দিল্লি-ইসলামাবাদ সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী।

শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ভূ-রাজনৈতিক পরিবেশ, পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ আলোচনা হয়েছে। 
বৈঠকে অংশগ্রহণকারীরা ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন। সেইসঙ্গে পেহেলগাম ইস্যুতে ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এ ছাড়া যেকোনো মূল্যে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনা সদস্যরা। 
বৈঠকে পাকিস্তান সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর অটল পেশাদারিত্ব, অটুট মনোবল ও অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। তিনি সব সীমান্তে বাড়তি সতর্কতা ও সক্রিয় প্রস্তুতির অত্যন্ত জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতও করেছে ভারত।

পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, আমাদের থামাতে কেউ পারবে না। মোদি যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, সীমান্তে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন মোদি। 
বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। 

কাশ্মীরে মাদরাসা বন্ধ, দুই মাসের খাবার মজুদের নির্দেশ


 পেহেলগামে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও টানটান। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে প্রতিদিন গোলাগুলি, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে দিয়েছেন, অন্যদিকে পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে বড় পরিসরের সামরিক মহড়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তবর্তী ১৩টি অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, জরুরি পণ্যের জন্য গঠিত হয়েছে ১০০ কোটি রুপির তহবিল এবং এলওসি’র কাছে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র ও যন্ত্রপাতি।

সর্বশেষ পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়িয়েছে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নেওয়া সিদ্ধান্ত। সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা মাথায় রেখে কাশ্মীর অঞ্চলের সব মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সরকারিভাবে গরমের কারণ দেখানো হচ্ছে, ধর্মীয় দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সিদ্ধান্তটি মূলত নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে।

Wednesday, 23 April 2025

আবারও জেলেনস্কিকে তিরস্কার করলেন ট্রাম্প


 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য মি. জেলেনস্কিই দায়ী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়েছিলো। কিন্তু ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবেন।
এর আগে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির একটি রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, এটি দুই পক্ষকেই একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য করবে।
মি. ভ্যান্স আরও জানান, "রাশিয়া ও ইউক্রেন—উভয়কেই কিছু কিছু অঞ্চল ছাড়তে হবে।"
তবে কার কোন ভূখণ্ডকে ছাড় দিতে হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানায়নি মার্কিন প্রশাসন।

‘ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা’: হিটলারের ডায়েরি কীভাবে ব্রিটিশ গণমাধ্যমকে বোকা বানিয়েছিল


 

এপ্রিল ১৯৮৩। জার্মান সাময়িকী ‘স্টার্ন’ ও ব্রিটিশ পত্রিকা ‘দ্য সানডে টাইমস’ দাবি করে, শতাব্দীর সবচেয়ে অসাধারণ ঐতিহাসিক আবিষ্কারের একটি করেছে তারা। প্রকৃতপক্ষে এটি ছিল শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা বা ঠকবাজির একটি। আর এ কেলেঙ্কারির ফলে কোটি কোটি টাকার ক্ষতি ও সুনাম নষ্ট হয়। গ্রেপ্তার হন খ্যাতিমান পত্রিকার এক সাংবাদিক। চাকরি হারাতে হয় কয়েকজন সম্পাদককেও।
৪২ বছর আগে ১৯৮৩ সালের ২৫ এপ্রিল নামকরা জার্মান পত্রিকা স্টার্ন সবার আগে এমন সংবাদ প্রকাশ করে, যা তাদের মতে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ খবর। সেটি হলো, জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের অজানা ব্যক্তিগত বেশ কয়েকটি ডায়েরি খুঁজে পাওয়ার কথা। সারা বিশ্বে ‘এ অসাধারণ এক্সক্লুসিভ খবর’ ছড়িয়ে দিতে হামবুর্গে একই দিন একটি সংবাদ সম্মেলনও আয়োজন করে সংবাদভিত্তিক সাপ্তাহিকীটি। সত্যিই সংবাদটি বিশ্বজুড়ে শিরোনাম হয়ে ওঠে। তবে তারা যেভাবে আশা করেছিল, সেভাবে নয়।
এ ঘটনার তিন দিন আগে স্টার্নের লন্ডন সম্পাদক পিটার উইকম্যান বিবিসিকে বলেন, তাঁরা ‘একেবারেই নিশ্চিত’, তাঁরা হিটলারের আসল ডায়েরিগুলো হাতে পেয়েছেন। তিনি বলেন, ‘এ নিয়ে শুরুতে আমরা সন্দেহে ছিলাম। কিন্তু আমাদের একজন গ্রাফোলজিস্ট সেগুলো দেখছেন, আমাদের একজন বিশেষজ্ঞ কাগজপত্রগুলো পরীক্ষা করেছেন। অধ্যাপক ট্রেভর–রোপারের মতো ইতিহাসবিদদেরও তা দেখিয়েছি আমরা। সবাই সম্মত হয়েছেন, এগুলো আসল।’

Search This Blog

Powered by Blogger.