Saturday, 28 December 2024

আজারবাইজানে উড়োজাহাজ বিধ্বস্ত, ক্ষমা চাইলেন পুতিন


 কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই ভূপাতিত করেছে আর দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফ্লাইট জে২৮২৪৩ গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রতিবেশী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু রাশিয়ার ওই অঞ্চলের কয়েকটি শহরে ইউক্রেইনীয় ড্রোন হামলা চালাচ্ছে এমন খবরের ভিত্তিতে উড়োজাহাজটিকে অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়। সেটি পাশের কাস্পিয়ান সাগর পার হয়ে কয়েকশ মাইল দূরের কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের দিকে যায়কিন্তু শহরটির কয়েক কিলোমিটার উড়োজাহাজটি আগুনের একটি বল হয়ে বিধ্বস্ত হয় আর তাতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। খবর বিডিনিউজের।

রয়টার্স লিখেছেইউক্রেইনীয় ড্রোনের বিরুদ্ধে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার সময় আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এই দুঃখজনক ঘটনার জন্য প্রেসিডেন্ট পুতিন আজারবাইজানের প্রেসিডেন্টের প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার এই বিপর্যয়ের তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্সকে জানানরাশিয়ার বিমান প্রতিরক্ষা ভুল করে উড়োজাহাজটিকে গুলি করে ভূপাতিত করেছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, (প্রেসিডেন্টভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটা দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আবারও তার গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.