সবেধন নীলমণি বলতে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, মোটাদাগে ২০২৪ সালও ছিল সুপারহিরো সিনেমার জন্য দুঃস্বপ্নের বছর। ‘ম্যাডাম ওয়েব’, ‘জোকার ২’, ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-এর মতো সিনেমা
বাণিজ্যিক সিনেমার বাইরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। এর মধ্যে শুরুতেই উল্লেখ করতে হবে ‘আনোরা’র কথা। কান উৎসবে স্বর্ণপাম জিতে আলোচনায় আসে শন বেকারের সিনেমাটি। কান উৎসবে বেশির ভাগ সময়ই সেরা সিনেমার পুরস্কার জেতে ইউরোপীয় সিনেমা, যুক্তরাষ্ট্রে পুরস্কারটি এসেছে ১৩ বছর পর। এক যৌনকর্মীর গল্প নিয়ে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছেন মাইকি ম্যাডিসন।২৫ বছর বয়সী এই অভিনেত্রী বছরের অন্যতম বড় প্রাপ্তি। এ ছাড়া শিল্পমান বিচারে সমালোচকদের পছন্দের তালিকায় ছিল কোরেলি ফারজার ‘দ্য সাবস্ট্যান্স’, স্টিভ ম্যাককুইনের ‘ব্লিটজ’, লুকা গুদানিনোর চ্যালেঞ্জার্স, জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’, রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর ২’, হ্যালিনা রেজিনের ‘বেবিগার্ল’, ইয়োর্গস লান্থিমোসের ‘কাইন্ডস অব কাইন্ডনেস’, অ্যালেক্স গারল্যান্ডের ‘সিভিল ওয়ার’, পেড্রো আলমোডোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’, ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’, এডওয়ার্ড বার্গারের ‘কনক্লেভ’, ক্রিস স্যান্ডার্সের ‘দ্য ওয়াইল্ড রোবট’, জিয়া কপোলার ‘দ্য লাস্ট শোগার্ল’।
সর্বোচ্চ আয়ের ১০ হলিউড সিনেমা
‘ইনসাইড আউট ২’
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’
‘উইকেড’
‘মোয়ানা ২’
‘ডেসপিকেবল মি ৪’
‘বিটলজুস বিটলজুস’
‘ডিউন ২’
‘টুইস্টারস’
‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’
‘কুংফু পান্ডা
No comments:
Post a Comment