Sunday, 29 December 2024

চট্টগ্রামে গভীর রাতে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন


 চট্টগ্রামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলীর কাট্টলীতে ফার্নিচারের ওই দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি। এছাড়া, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.