Friday, 2 May 2025

মুমতাজকে হাজারবার বিয়ের প্রস্তাব


 

অভিনেত্রী মুমতাজকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। তা–ও একবার নয়, হাজারবার। সম্প্রতি মুমতাজের প্রতি যশ চোপড়ার আগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।যশ চোপড়ার ভাই বিআর চোপড়া প্রযোজিত ‘আদমি অউর ইনসান’ ও ‘হামরাজ’ দুটি সিনেমায় অভিনয় করেন মুমতাজ। অভিনেত্রী জানান, সেই সময়ে তাঁর বাড়িতে আসতেন যশ। তাঁকে বিয়ে করতে বলতেন।



যশ চোপড়ার সঙ্গে কাজ করতেন তাঁর ভাই বিআর চোপড়া। সেই সুবাদে মুমতাজের বাড়িতে যাতায়াত ছিল যশের। বাড়িতে এলেই বিয়ের প্রস্তাব দিতেন তিনি।
তবে যশের প্রতি কখনই আগ্রহ তৈরি হয়নি বলে জানান অভিনেত্রী। ২০১২ সালে নিজের সবশেষ সিনেমা ‘যব তক হ্যায় জান’ মুক্তির ঠিক আগে মারা যান যশ চোপড়া।

পরিচালককে নিয়ে মুমতাজ কথা বলেছেন সাংবাদিক ভিকি লাওয়ানির সঙ্গে। মুমতাজ বলেন, ‘একবার নয়, এক হাজারবারের বেশি আমাকে প্রস্তাব দিয়েছে। তবে তাঁর প্রতি আমার আগ্রহ তৈরি হয়নি। কীভাবে তাঁকে বিয়ে করব। হতে পারে হাজারবার বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাড়িয়ে বলছি।
তবে এটা নিশ্চিত তিনি বহুবার আমাকে বলেছেন, ‘মতো (মুমতাজকে এ নামেই ডাকতেন যশ), আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করো।” আমি অনেকের সঙ্গেই মিশেছি, তবে সবার সঙ্গে তো আর ব্যক্তিজীবনে রোমান্টিক রসায়ন তৈরি হয় না। তাঁর সঙ্গেও যেমন কখনোই হয়নি।’
যশ চোপড়াকে নির্মাতা ও প্রযোজক হিসেবে পছন্দ করতেন বলেও জানান মুমতাজ। তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে আর কিছু ছিল না বলেও জানান অভিনেত্রী। ‘মানুষ হিসেবে তিনি ছিলেন দারুণ। সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। তাঁর চলে যাওয়ার খবর শুনে আমি কেঁদেছিলাম। তখন আমি ছিলাম লন্ডনে। তিনি মৃত্যুর আগে আমাকে ফোন করে তাঁর নতুন সিনেমা দেখতে বলেন। প্রতিজ্ঞা করতে বলেন, ছবি দেখতে। আমি “হ্যাঁ” বলি। এর কিছুদিন পরেই তিনি চলে যান।’, বলেন মুমতাজ।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.