Saturday, 26 April 2025

বিয়ে করে মজায় আছেন শিরিন শিলা


 গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার। ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি। বলা বাহুল্য, বিয়ের পর থেকেই শিরিন-সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি। 

তবে নিজেদের প্রেমজীবন নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন এই তারকা যুগল। ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা। অভিনেত্রীর কথায়, আমাদের পরিচয় হয়েছে আমাদের একটি বান্ধবীর মাধ্যমে। আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল, ও (সাজিল) তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড।

শিরিন শিলা বলেন, ‘আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত, আমাকে একদিন নিয়ে যায়। গিয়ে দেখলাম ও বসা। তো এরপর থেকে পরিচয়, হাই হ্যালো কথা বলা। প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত।’

নিজেদের খুনসুটি নিয়েও কথা বলেন নায়িকা। বলেন, ‘প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগত। আমার হাজবেন্ডের সমস্যা হলো, ও খোঁচা মেরে মেরে কথা বলত। ওর আরেকটা বাজে অভ্যাস, ও খুব মানুষকে পচায়। আমিও অভ্যস্ত হয়ে গেছি। আগে যখন পচাইত, বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না। এখন শ্বশুর-শ্বাশুড়ির কাছে বিচার দেই।’











বিয়ের পরে নিজেদের পরিবর্তন নিয়ে শিরিন শিলা বলেন, ‘পরিবর্তন একটাই, আগে চুরি করে প্রেম করতাম, আর এখন সবাই জানে, আমরা দুজন হাজবেন্ড-ওয়াইফ, এখন কোথাও গেলে লুকাতে হয় না।’

কথা প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে উঠে আসে, বিয়ের পরের জীবন কেমন? উত্তরে নায়িকা বলেন, ‘খুবই মজা।’


No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.