Saturday, 3 May 2025

এবার শচীনের রেকর্ড কেড়ে নিলেন সুদর্শন


 

এবারের আইপিএলে স্বপ্নের মতো এক আসর কাটাচ্ছেন সাই সুদর্শন। শুবমান গিল আর জস বাটলারের সঙ্গে মিলে গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে দিয়েছেন ইস্পাতের দৃঢ়তা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও সে ছন্দটা ধরে রাখলেন তিনি। তাতে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের কীর্তিকেও।
গেল বারের ফাইনালিস্টদের বিপক্ষে শুক্রবার রাতে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন।

এই মাইলফলকটা ছুঁতে গিয়েই তিনি শচীনকে পেছনে ফেলেছেন। বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান ছোঁয়া দ্রুততম ভারতীয়। তিনি এই কীর্তি গড়েছেন ৫৪ ইনিংসে। শচীন ২০০০ রান করতে খেলেছিলেন ৫৯ ইনিংসে।
বিশ্বরেকর্ডটা অবশ্য একটুর জন্য ভাঙা হয়নি তার। তিনি অবশ্য খুব কাছেই ছিলেন। ৫৩ ইনিংসে ২০০০ করে এই রেকর্ডটা দখলে রেখেছেন শন মার্শ। মাইলফলকটা ছুঁতে আর এক ইনিংস কম খেললেই রেকর্ডে ভাগ বসাতে পারতেন সুদর্শন।
২০২৫ আইপিএলে দারুণ ছন্দে আছেন সাই সুদর্শন। নিয়মিত রান করেই যাচ্ছেন, যার ফলে এবারের আইপিএলের শীর্ষ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে আছেন সবার আগে। চলতি আইপিএলে সবার আগে ৫০০ রান তিনিই ছুঁয়েছেন। ১০ ইনিংসে তিনি করেছেন ৫০.৪ গড়ে ৫০৪ রান। 
সুদর্শন এবারের আইপিএলে নিয়মিতই বড় জুটি গড়ছেন শুবমান গিলের সঙ্গে। যা গুজরাটের সাফল্যে বড় অবদানই রেখেছে। শুবমান, সুদর্শন আর বাটলার এবার গুজরাটের সিংহভাগ রান করেছেন। যার সুবাদে এবারের লিগ পর্বে একটা বড় সময় ধরে পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকেছে দলটা। 
এবার গুজরাটের সামনে শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করার চ্যালেঞ্জ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে। ১১ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনে থাকা বেঙ্গালুরু ১০ ম্যাচ খেলে তুলে নিয়েছে ১৪ পয়েন্ট।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.