Saturday, 3 May 2025

বেয়াইনকে নির্যাতনের অভিযোগে বেয়াই গ্রেফতার


 

মংমনসিংহের ফুলপুরে এক নারীকে নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিহারাঙ্গা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা বলছেন, মারধরের শিকার নারী সম্পর্কে গ্রেফতার হওয়া ব্যক্তির বেয়াইন হয়। তাদের ছেলে-মেয়েরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। তবে এ বিয়ে মেনে নেয়নি ছেলের পরিবার।

আটক ব্যক্তির নাম নুর ইসলাম। তিনি উপজেলার রূপসী ইউনিয়নের পশ্চিম বিহারাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিহারাঙ্গা গ্রামের আবুল হোসেন ফকিরের মেয়ে আছমা বেগমের সঙ্গে পাশের বাড়ির নুর ইসলামের ছেলে খাদিমুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে এ যুগল বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। এরপর উভয়ে ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করছে। তাদের সংসারে এক মেয়ে সন্তানও রয়েছে।
মেয়ের পরিবার দরিদ্র হওয়ায় ছেলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকেই মেয়ের পরিবারকে হুমকি দিয়ে আসছিল তারা। এমনকি, পুত্রবধূর ভগ্নিপতির বন্ধকি জমিও দখল করেছে।
ক্ষোভের জেরে শুক্রবার পুত্রবধূর বাড়িতে যায় নুর ইসলাম। সেখানে বেয়াইনকে একা পেয়ে মারধর করেন তিনি। ঘটনার দিন রাতে স্থানীয়রা নুর ইসলামকে আটক করে পুলিশে দেয়।
মারধরের এ ঘটনায় মারধরের শিকার নারীর আরেক মেয়ের জামাই নাজমুল হক বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি জানান, ঘটনার পর তাদের হুমকিতে শশুরবাড়ির লোকজন দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ‘অভিযুক্ত নুর ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.