Sunday, 20 April 2025

যুদ্ধ বন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস |


 গাজাযুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখান করে গাজায় হামাসের প্রধান খলিল আলহায়া এ কথা বলেছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আলহায়া বলেনহামাস আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছেহামাসের এই অবস্থান ইসরায়েল মেনে নেবে না ও গাজায় তেল আবিবের সামপ্রতিক অভিযান আরও দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আলোচনার ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়া হায়া বলেনগাজা যুদ্ধের অবসানইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি ও গাজার পুনর্গঠনের বিনিময়ে হামাস তাদের হেফাজতে থাকা বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য শিগগির আলোচনায় অংশগ্রহণ করতে প্রস্তুত। তিনি বলেনবেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকার নিজেদের রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে এসব আংশিক চুক্তিগুলোকে ব্যবহার করছেসব জিম্মিকে বলি দিয়ে হলেও তারা এটা করতে চায়। আমরা এই নীতি বাস্তবায়নের অংশ হতে চাই না। খবর জাগোনিউজের।

চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েল যে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল গত মাসে তা ভেঙে যায়। মিশরের মধ্যস্থতাকারীরা এখনও জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবনে চেষ্টা চালিয়ে যাচ্ছেনতবে তা সফল হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেছেনহামাসের মন্তব্য প্রমাণ করে যে তারা শান্তিতে নয় বরং চিরস্থায়ী সহিংসতায় আগ্রহী। ট্রাম্প প্রশাসনের শর্ত বদলায়নি জিম্মিদের মুক্তি দাওনতুবা নরকের মুখোমুখি হও। অন্যদিকে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করা ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে সোমবার কায়রোতে হওয়া সর্বশেষ রাউন্ডের আলোচনায় কোনো ধরনের সমঝোতাই হয়নি।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.