Friday, 27 December 2024

ব্লাড ক্যানসারে আক্রান্ত বাশার আল-আসাদের স্ত্রী


 সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আলআসাদের স্ত্রী আসমা আলআসাদ লিউকেমিয়ায় আক্রান্ত। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছেসাবেক এই সিরীয় ফার্স্ট লেডি সংক্রমণের ঝুঁকি এড়াতে আইসোলেশনে আছেন। তার চিকিৎসা চলছে।

এর আগে ২০১৯ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন ব্রিটিশ বংশোদ্ভূত আসমা। এক বছর চিকিৎসা শেষে তিনি ক্যানসার থেকে আরোগ্য লাভ করেন। তবে তার আগে একবার ব্লাড ক্যানসার সেরে ওঠার পর আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আসমার বাবামা সিরীয় নাগরিক ছিলেন। তিনি ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। আসমা আলআসাদের ব্রিটেন এবং সিরিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আলআসাদের সঙ্গে আসমার বিয়ে হয়।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.