Friday, 27 December 2024

হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে রাজউকের প্লট বরাদ্দ, দুর্নীতি অনুসন্ধানে দুদক

পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশনদুদক। দুদকের মহাপরিচালক (প্রতিরোধআক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে কমিশনের এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেনসাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহারবিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষরাজউক এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও পরিবারের ওই সদস্যদের নামে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। খবর বিডিনিউজের।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডের আশপাশের এলাকায় শেখ হাসিনাতার ছেলে সজীব ওয়াজেদ জয়মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলছোট বোন শেখ রেহানা এবং তার ছেলেমেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০০৯বরাদ্দ পেয়েছেন। ২০২২ সালের ৩ আগস্ট তার নামে রাজউক বরাদ্দপত্র দেয়। সজীব ওয়াজেদ জয় (প্লট নম্বর ০১৫এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও (প্লট নম্বর ০১৭১০ কাঠা করে প্লট পেয়েছেন। জয়ের বরাদ্দপত্র ২০২২ সালের ২৪ অক্টোবর ইস্যু করা হয় এবং ১০ নভেম্বর মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। পুতুলের বরাদ্দপত্র ২ নভেম্বর ইস্যু করা হয়। শেখ রেহানাও ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০১৩বরাদ্দ পেয়েছেন। তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (প্লট নম্বর ০১১এবং মেয়ে আজমিনা সিদ্দিকের (প্লট নম্বর ০১৯নামেও একই পরিমাণের প্লট বরাদ্দ হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি তুলে ধরে দুদকের মহাপরিচালক আক্তার বলেনঅভিযোগগুলো সুনির্দিষ্টতথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত অক্টোবরে বোন শেখ রেহানাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে সংবাদমাধ্যমে আসা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। একইসঙ্গে এ কমিটিকে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে (২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যেরাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগও তদন্ত করতে বলা হয়

 

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.