Monday, 14 April 2025

১০ বছরে দুবাইয়ে ধনীদের সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ


 আকাশচুম্বী ভবন ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাতের দুবাই এখন সম্পদশালীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত এক দশকে শহরটিতে মিলিয়নিয়ারের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। তারা এটিকে নিজেদের বাড়ি হিসেবে বেছে নিচ্ছেন। বলা হয়েছেগত দশ বছরে দুবাইতে মিলিয়নিয়ারের সংখ্যা ১০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে শহরটিতে ৮১ হাজার ২০০ মিলিয়নিয়ার২৩৭ সেন্টিমিলিয়নিয়ার ও ২০ জন বিলিয়নিয়ার পাওয়া গেছে। যেখানে ২০১৪ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৪০ হাজার২১২ এবং ১৫ জন। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের বিশ্লেষণে বলা হয়েছেদুবাইয়ের অল্প কর নীতিনিরাপদ পরিবেশ ও শক্তিশালী অর্থনীতি বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের আকৃষ্ট করছে। এটি ব্যবসা শুরু ও বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠেছে। দুবাই বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল সম্পদের কেন্দ্রবিন্দুগুলোর মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিবেদনে দুবাইয়ের আধুনিক অবকাঠামোউচ্চমানের স্বাস্থ্যসেবাউচ্চমানের শিক্ষা এবং অবসর সুযোগসুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ধনীরা লন্ডন ছাড়ছেন। এই সংখ্যাটি খুব কম বা ডজন ডজন নয়বরং হাজার হাজার। শুধু ২০২৪ সালেই ১১ হাজারের বেশি মিলিয়নিয়ার লন্ডন থেকে অন্য কোথাও চেলে গেছেন। এই প্রস্থানের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হলো ক্রমবর্ধমান কর২০০৮ সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারে ব্যর্থতা ও ব্রেক্সিট।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.