Tuesday, 24 December 2024

শেখ হাসিনাকে ফেরত আনা গেলে বিচার ভালোভাবে করা সম্ভব: চিফ প্রসিকিউটর


ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার ফেরত আনতে পারলে বিচার আরও ভালোভাবে করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরোনো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, তাদের (ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দপ্তর) অনুরোধের ভিত্তিতেই রাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে। তাঁরা চান, সরকার সফল হয়ে তাঁকে যদি দেশে আনতে পারে, তাহলে বিচার আরও ভালোভাবে করা সম্ভব হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ছাত্র–জনতার মধ্যে, সবার মধ্যে আমাদের ব্যাপারে যেন কোনো অনাস্থা তৈরি না হয়। আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। সেটি না করে আমরা তদন্ত করে যার বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স (সুস্পষ্ট প্রমাণ) পাচ্ছি, সেগুলোকেই নিয়ে আসছি। কোনো অপরাধী ছাড় পাবে না, এটাও সত্য।’

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.