Tuesday, 24 December 2024

ইঁদুরও জ্বালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে

থিয়েটার অব ড্রিমস’ বা স্বপ্নের রঙ্গশালা বলা হয় ওল্ড ট্রাফোর্ডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ কত ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী। সেই মাঠই নেতিবাচক কারণে আবারও আলোচনায়। গত মে মাসে ওল্ড ট্রাফোর্ডের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানিতে গ্যালারির একাংশ ভেসে যাওয়ার ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জোগায়। সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডের মিডিয়া কনফারেন্স রুমে কোচ রুবেন আমোরিমের সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসা সাংবাদিকদেরও ভিজিয়ে দেয় সিলিংয়ের ফুটো বেয়ে পড়া পানি। এ ঘটনাও কম সমালোচনার জন্ম দেয়নি। মাঠের খেলায় ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ। ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান সর্বোচ্চ পাঁচ থেকে দুই রেটিংয়ে নামিয়ে দেওয়া হয়েছে। সমস্যায় জর্জরিত ক্লাবটি ওল্ড ট্রাফোর্ড পুনর্নির্মাণ করবে, নাকি নতুন কোনো স্টেডিয়াম বানাবে, সেটিও বিবেচনা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এসব তথ্য জানিয়েছে।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.