Tuesday, 15 April 2025

সিআরবি শিরীষতলায় বর্ষবিদায়


 চৈত্রের শেষ দিন গতকাল রোববার নগরের সিআরবি শিরীষতলায় বর্ষবিদায়ের অনুষ্ঠান হয়েছে। নববর্ষ উদযাপন পরিষদের এ আয়োজনে ছিল গাননৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে। দলমতধর্মবর্ণ নির্বিশেষে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এ আয়োজন উপভোগ করেন।

বিকালে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা একরামুল করিম চৌধুরী বর্ষবিদায়ের অনুষ্ঠান উদ্বোধন করেন। বক্তব্য রাখেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক শফিকুর রহমান। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও সহসভাপতি নুরুল আফসার মজুমদার স্বপন এবং উৎসব কমিটির আহ্বায়ক হাসান মারুক রুমী ও সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ মঈনউদ্দিন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১৩টি সাংস্কৃতিক সংগঠন বিকাল ৫টা পর্যন্ত গাননাচ ও আবৃত্তির মাধ্যমে পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখে মঞ্চে।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.