Monday, 14 April 2025

আসুন, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার । ২৪-এর গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে


 প্রধান উপদেষ্টা প্রফেসর ডমুহাম্মদ ইউনূস বলেছেন২৪এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। তিনি আরও বলেনএই অভ্যুত্থান বৈষম্যহীনসুখীসমৃদ্ধশান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার। গতকাল রোববার ডমুহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন। খবর বাসসের।

ইউনূস বলেন, ‘আসুনআমরা বিগত বছরের গ্লানিদুঃখবেদনাঅসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়েনতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’ বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেনবাঙালির চিরায়ত ঐতিহ্যে ‘পহেলা বৈশাখ’ বিশেষ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাঙালির সমপ্রীতির দিনমহামিলনের দিন। তিনি বলেনআবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনেনবঅঙ্গীকারে। তিনি আরও বলেনসারা বছরের দুঃখজরামলিনতা ও ব্যর্থতাকে ভুলে এদিনে বাঙালি রচনা করে সমপ্রীতিসৌহার্দ্যআনন্দ ও ভালোবাসার মেলবন্ধন।

মুহাম্মদ ইউনূস বলেনবাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত মুঘল সম্রাট আকবরের সময় থেকে। কৃষিকাজের সুবিধার্থে সম্রাট আকবর ‘ফসলি সন’ হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেনতা কালের পরিক্রমায় সমগ্র বাঙালির কাছে অসামপ্রদায়িক চেতনার স্মারক উৎসবে পরিণত হয়েছে। নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত সকল উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.