Sunday, 29 December 2024

শীতার্তদের সহায়তায় ধনাঢ্যরা এগিয়ে আসুন : মেয়র শাহাদাত


 শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের ধণাঢ্যদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাশাহাদাত হোসেন।

গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪নং লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সিটি কর্পোরেশন শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানে আলম বাছার সঞ্চালনায় এবং মোঃ শামীম আহমেদ নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্‌ আলমইউসুপ জামালমোঃ নাসিম আহমেদনূর হোসেন উজ্বলমনির উদ্দিনরবিউল হোসেন বাবুলআবু তাহেরদেলোয়ারনাছিরসজিবআলাউদ্দিনজুয়েলমুনছুরমানিকসুজনআঃ খালেককবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাশাহাদাত হোসেন বলেনশীতার্ত মানুষের দুঃখদুর্দশা লাঘবে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের কারণে যারা সমাজে সচ্ছলতাদের দায়িত্ব আরো বেশি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেনযারা শীতের তীব্রতা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। এ ধরনের অবস্থায় সমাজের প্রতিটি সচ্ছল ব্যক্তিকে এগিয়ে এসে শীতার্তদের জন্য কম্বলগরম কাপড় এবং অন্যান্য সহায়তা প্রদান করা জরুরি।

অনুষ্ঠানের শেষে মেয়র আরও একবার ধনাঢ্য ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের একটু সহায়তায় অনেক মানুষের জীবনে উষ্ণতা এবং স্বস্তি আসতে পারে। আসুনআমরা সবাই মিলে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলিযেখানে কেউ অভাবের কারণে কষ্ট পাবে না।” এই বক্তব্যে তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান।

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.