Tuesday, 24 December 2024

হীরক জয়ন্তীতে দ্বৈত চরিত্রে মৌ

দেশের অন্যতম সফল মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ও করেন। এবার তাকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তীর বিশেষ নাটকে। তাও আবার একসঙ্গে দ্বৈত চরিত্রে। ‘সোনার সিন্দুক’ নামের বিশেষ নাটকটি প্রচার হবে আগামীকাল বুধবার রাত ৯টা ৫ মিনিট থেকে। নিশ্চিত করেছে বিটিভি কর্তৃপক্ষ। আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে সাদিয়া ইসলাম মৌ ছাড়াও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস–উল–আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরী প্রমুখ। প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান, জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র বংশের চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছে। সে জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্য বিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে সিন্দুক খুলে টাকা–পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দু’জনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল!

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.