Saturday, 3 May 2025

মেসির দেশে ৭.৪ মাত্রার ভূমিকম্প!


 

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও চিলি উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (২ মে) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 
স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর চিলি তাদের মেগালেন প্রণালীর পুরো এলাকায় সুনামির সতর্কতা জারি করে। সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন সতর্কতা দিয়ে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সেবা অ্যান্ট্রার্টিক অঞ্চলের সৈকত এলাকা থেকে সব মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। 
তবে আর্জেন্টিনার পক্ষ থেকে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া হুঁশিয়ারি


 

কাশ্মীরের পেহেলগামে হামলার ইস্যুতে দিল্লি-ইসলামাবাদ সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী।

শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এই বৈঠকে ভূ-রাজনৈতিক পরিবেশ, পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা এবং বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ আলোচনা হয়েছে। 
বৈঠকে অংশগ্রহণকারীরা ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন। সেইসঙ্গে পেহেলগাম ইস্যুতে ভারত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এ ছাড়া যেকোনো মূল্যে পাকিস্তানি জনগণের সম্মান বজায় রাখার অঙ্গীকার করেছে সেনা সদস্যরা। 
বৈঠকে পাকিস্তান সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর অটল পেশাদারিত্ব, অটুট মনোবল ও অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। তিনি সব সীমান্তে বাড়তি সতর্কতা ও সক্রিয় প্রস্তুতির অত্যন্ত জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতও করেছে ভারত।

পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ার করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, আমাদের থামাতে কেউ পারবে না। মোদি যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’। হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, সীমান্তে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন মোদি। 
বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। 

কাশ্মীরে মাদরাসা বন্ধ, দুই মাসের খাবার মজুদের নির্দেশ


 পেহেলগামে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও টানটান। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে প্রতিদিন গোলাগুলি, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে দিয়েছেন, অন্যদিকে পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে বড় পরিসরের সামরিক মহড়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তবর্তী ১৩টি অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, জরুরি পণ্যের জন্য গঠিত হয়েছে ১০০ কোটি রুপির তহবিল এবং এলওসি’র কাছে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র ও যন্ত্রপাতি।

সর্বশেষ পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়িয়েছে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নেওয়া সিদ্ধান্ত। সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা মাথায় রেখে কাশ্মীর অঞ্চলের সব মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সরকারিভাবে গরমের কারণ দেখানো হচ্ছে, ধর্মীয় দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সিদ্ধান্তটি মূলত নিরাপত্তা বিবেচনায় নেওয়া হয়েছে।

Friday, 2 May 2025

মুমতাজকে হাজারবার বিয়ের প্রস্তাব


 

অভিনেত্রী মুমতাজকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। তা–ও একবার নয়, হাজারবার। সম্প্রতি মুমতাজের প্রতি যশ চোপড়ার আগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।যশ চোপড়ার ভাই বিআর চোপড়া প্রযোজিত ‘আদমি অউর ইনসান’ ও ‘হামরাজ’ দুটি সিনেমায় অভিনয় করেন মুমতাজ। অভিনেত্রী জানান, সেই সময়ে তাঁর বাড়িতে আসতেন যশ। তাঁকে বিয়ে করতে বলতেন।



যশ চোপড়ার সঙ্গে কাজ করতেন তাঁর ভাই বিআর চোপড়া। সেই সুবাদে মুমতাজের বাড়িতে যাতায়াত ছিল যশের। বাড়িতে এলেই বিয়ের প্রস্তাব দিতেন তিনি।
তবে যশের প্রতি কখনই আগ্রহ তৈরি হয়নি বলে জানান অভিনেত্রী। ২০১২ সালে নিজের সবশেষ সিনেমা ‘যব তক হ্যায় জান’ মুক্তির ঠিক আগে মারা যান যশ চোপড়া।

পরিচালককে নিয়ে মুমতাজ কথা বলেছেন সাংবাদিক ভিকি লাওয়ানির সঙ্গে। মুমতাজ বলেন, ‘একবার নয়, এক হাজারবারের বেশি আমাকে প্রস্তাব দিয়েছে। তবে তাঁর প্রতি আমার আগ্রহ তৈরি হয়নি। কীভাবে তাঁকে বিয়ে করব। হতে পারে হাজারবার বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাড়িয়ে বলছি।
তবে এটা নিশ্চিত তিনি বহুবার আমাকে বলেছেন, ‘মতো (মুমতাজকে এ নামেই ডাকতেন যশ), আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করো।” আমি অনেকের সঙ্গেই মিশেছি, তবে সবার সঙ্গে তো আর ব্যক্তিজীবনে রোমান্টিক রসায়ন তৈরি হয় না। তাঁর সঙ্গেও যেমন কখনোই হয়নি।’
যশ চোপড়াকে নির্মাতা ও প্রযোজক হিসেবে পছন্দ করতেন বলেও জানান মুমতাজ। তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কের বাইরে আর কিছু ছিল না বলেও জানান অভিনেত্রী। ‘মানুষ হিসেবে তিনি ছিলেন দারুণ। সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। তাঁর চলে যাওয়ার খবর শুনে আমি কেঁদেছিলাম। তখন আমি ছিলাম লন্ডনে। তিনি মৃত্যুর আগে আমাকে ফোন করে তাঁর নতুন সিনেমা দেখতে বলেন। প্রতিজ্ঞা করতে বলেন, ছবি দেখতে। আমি “হ্যাঁ” বলি। এর কিছুদিন পরেই তিনি চলে যান।’, বলেন মুমতাজ।

Thursday, 1 May 2025

হাসিনার বিরুদ্ধে আরেক মামলা সাংবাদিক হত্যার অভিযোগ


 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের বাবা হাফেজ মো. আবুল বাশার গত মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এম মিজবাউর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অন্য কোনো থানায় মামলা হয়েছে কি না তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছে।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন– সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন–অর–রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। খবর বিডিনিউজের।

মামলার বাদী আবুল বাশার বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় ১ আগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ আগস্ট দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র–জনতার আন্দোলনে আব্দুন নূরও ছিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালালে মাথায় গুলি লাগে আব্দুন নূরের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

‘বসে থাকলে খাওয়াবে কে, কাজই তো আমাদের দিবস’


 কামলাদের আবার কীসের দিবস, একদিন বসে থাকলে সেদিন খাওয়াবে কে?’  কথাগুলো বলে গাছের ছায়ায় দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছিলেন শ্রমিক আনিসুল হক। বাড্ডা এলাকার এই ভ্যানচালক জানেন না আজকের তারিখটা তার জন্য গুরুত্বপূর্ণ দিন। তিনি জানেন না, আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। যেদিন তার মতো পরিশ্রমী মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক হওয়ার কথা।

রাজপথে সরকার ও সংগঠনের ব্যানার-ফেস্টুন, ঘটা করে আলোচনার আয়োজন আর সরকারি ছুটি, সবই চলছে যথারীতি। কিন্তু ঢাকার অলিগলি, নির্মাণাধীন ভবন আর বাজারঘাটে আজও হাজারো শ্রমজীবী মানুষ ছুটছেন দৈনন্দিন রুটিনে, একটুও থেমে নেই তাদের হাত।

‘ছুটি মানে পকেট ফাঁকা’

রাজধানীর নতুন বাজার এলাকায় দেখা মেলে লোহার রডভর্তি একটি ভ্যান ঠেলে নিয়ে যাওয়া সগির হোসেন নামের আরেক শ্রমজীবীর। চরম রোদ ও ধুলাবালির মধ্যেও কাজ থামেনি তার। ঘামে ভেজা গায়ে পরনে সাধারণ একটি টি-শার্ট, কাঁধে চাপা ভারী মাল। 

জিজ্ঞেস করতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ভাই, ছুটি রাখলে খাইমু কী দিয়া? অফিস-আদালতের ছুটি থাকলেও আমরা থামলে তো সংসার থেমে যায়।

একই এলাকায় কথা হয় রিকশা চালক বাচ্চু মিয়ার সঙ্গে। নিজেদের দিবসের দিনে কেন রিকশা চালাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, এই দিবস সাহেবদের। আমরা তো শুধু কাজ করি আর ঘাম ঝরাই। দিবস দিয়া কি বাজারে চাল পাই?

শুধুমাত্র আনিস, সগির, বাচ্চুরাই নন, তাদের মতো অসংখ্য শ্রমিকদের জীবনেই আজকের শ্রমিক দিবসের কোনও বাস্তব প্রভাব নেই। তাদের ভাষায়, যে দিবসে কাজ থামাই, সে দিনই না খেয়ে থাকতে হয়। কাজই তো আমাদের দিবস।


Wednesday, 30 April 2025

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন৷ আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। 
বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। এ সময় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা ও সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
শিক্ষার্থী সংসদের গঠনতন্ত্রের ৮ ধারা ও উপাচার্যের ঘোষিত নির্বাচন অনুষ্ঠানের তারিখ অনুযায়ী নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলো। ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১২ মে, খসড়া আচরণবিধি প্রকাশ ১২ মে, খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকেল ৫টা পর্যন্ত, খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে বিকেল ৫টা পর্যন্ত, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ৩০ জুন, চূড়ান্ত আচরণবিধি প্রকাশ ৩০ জুন।
এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৯ জুলাই, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ১১ জুলাই, আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা ১৩ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই, নির্বাচনী প্রচারণা ১৬ জুলাই থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই, ভোটগ্রহণ ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। 
মেহেরব হোসেন/এমজে


Search This Blog

Powered by Blogger.